ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৫, ১১ মার্চ ২০১৭

টুকরো খবর

টেকনাফে সোলার পার্ক পরিদর্শন মন্ত্রী-সচিবদের স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নাফ নদীর তীরবর্তী হ্নীলা আলীখালী পয়েন্টে জুলস পাওয়ার লিমিটেডের ১১৬ একর ভূমিতে বাস্তবায়নাধীন দেশের প্রথম ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব সোলার পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ সচিব। শুক্রবার বেলা ১১টায় নৌপরিহনমন্ত্রী শাজাহান খান সেন্টমার্টিন যাত্রাপথে সোলার পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এরপর প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ভূমি সচিব মেজবাহুল আলম, এ্যানার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, নৌপরিবহনের সচিব অশোক মাধব রায়, জ¦ালানি ও খনিজ সম্পদ সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস, পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদসহ ৯ সচিব নাফ ট্যুরিজম ও শাহপরীরদ্বীপ যাত্রাপথে সোলার পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। জনকণ্ঠের টেকনাফ সংবাদদাতা জানান, সোলার পার্কের নির্ধারিত স্থানে পৌঁছলে মন্ত্রী ও সচিবদের স্বাগত জানান জুলস পাওয়ার লিমিটেডের এমডি নূহের লতিফ খান, টেকনাফ সোলারটেকের এমডি মাহমুদুল হাসান ও লোকাল কনসালট্যান্ট হেলাল উদ্দিন। এ সময় টেকনাফের ইউএনও শফিউল আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিলিভারের কমিউনিটি হেলথ ক্যাম্প স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রসাধনসামগ্রী উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শুক্রবার চট্টগ্রামে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘ইউনিলিভার কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস ২০১৭’। চট্টগ্রাম মা শিশু জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় নগরীর চান্দগাঁও মোহরার চররাঙামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকালে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেনÑ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চসিকের প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান এবং ইউনিলিভারের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার রুহুল কুদ্দুস খান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ মা শিশু জেনারেল হাসপাতালের সহ-সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ শাহাবউদ্দিন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম। অনুষ্ঠান পরিচালনা করেন ওলিদ চৌধুরী। মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ইউনিলিভার আর্তমানবতার সেবায় সুদীর্ঘ এগারো বছর যাবত এ অঞ্চলে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, যা একটি অনন্য দৃষ্টান্ত। পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও উন্নয়ন পরিকল্পনাগুলোও তুলে ধরেন এবং চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। ইউনিলিভারের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার রুহুল কুদ্দুস খান বলেন, আমরা শুধু ব্যবসায়িক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত নই। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিষ্ঠানকে নিয়োজিত রেখেছি। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মেধা লালন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। প্লট ও দোকানপাট দখলমুক্ত নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে (বস্তি) ইউপি সদস্য বজলুর রহমান বজলুর দখলকৃত প্লট-দোকানপাট ভাংচুর ও ভাড়াটিয়াদের বের করে তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ অপর ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির বিরুদ্ধে। এছাড়া বজলুর দখলকৃত প্লট ও দোকানপাটের পানি সাপ্লাই, গ্যাস, বিদ্যুত লাইন সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটে এ ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দার মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ইউপি সদস্য বজলুর রহমান বজলু ও বিউটি আক্তার কুট্টি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইউপি সদস্য বজলুর রহমান বজলু আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নিরীহ মানুষের প্লট ও দোকানপাট জবরদখল করে পানি সাপ্লাই, গ্যাস, বিদ্যুত লাইন সংযোগ, মাদক ব্যবসাসহ বিভিন্ন আধিপত্য নিজের দখলে নেন। পরে তিনি এসব প্লট-দোকানপাট ভাড়াসহ পানি সাপ্লাই, গ্যাস, বিদ্যুত লাইন সংযোগ, মাদক ব্যবসা করে জিরো থেকে হিরো বনে যান। শুধু তাই নয়, সন্ত্রাসী কর্মকা- থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গেও জড়িত ছিলেন বজলু। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে বিজয়ী হন বজলুর রহমান বজলু। পাশাপাশি আওয়ামী লীগ নেত্রী বিউটি কুট্টিও ইউপি সদস্য হিসেবে বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর থেকেই বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিউটি আক্তার কুট্টির সঙ্গে বজলুর রহমান বজলুর বিরোধ সৃষ্টি হয়। বিদ্যুতস্পৃষ্টে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকায় শুক্রবার দুপুর দুইটার দিকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। মৃত সাকিব (৯) ওই গ্রামের বাবুল হাওলাদারের পুত্র ও গুঠিয়া নূরানী মাদ্রাসার হাফিজিয়ার ছাত্র। জানা গেছে, সাকিব দুপুর একটার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা হাসপাতালে ও তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মানব পাচারকারী আটক ॥ চার অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে ৬ মানব পাচারবিরোধী মামলার আসামি নাছির প্রকাশ ছাগল নাছিরকে ৪টি বন্দুকসহ গ্রেফতার করেছে মহেশখালী পুলিশ। সে কুতুবজুমের মৃত আবদুল শুক্কুরের পুত্র। শুক্রবার বিকেলে তাজিয়া কাটা উপকূলের মৌলভি আবদুল গফুরের ঘোনায় চিংড়ি ঘের থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার আস্তানা থেকে ১টি ছোট কাটা বন্দুক, ৩টি লম্বা বন্দুকসহ মোট ৪টি দেশীয় তৈরি বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১টি এবং মহেশখালী থানায় ৫টি মামলা রয়েছে। চট্টগ্রামে জাটকা উদ্ধার ॥ আটক ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ফিশারীঘাটে এক মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়েছে। বাজারে ছাড়ার জন্য এগুলো মজুদ রাখা হয়েছিল। শুক্রবার সকালে পুলিশ এ অভিযান পরিচারনা করে। কোতোয়ালি থানা সূত্র জানায়, উদ্ধার করা জাটকার পরিমাণ দুই টনেরও বেশি। এগুলো রাখা হয়েছিল ফিশারীঘাটের শামসু সওদাগরের আড়তে। চট্টগ্রামে ২ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২ হাজার ইয়াবা। আটক করা হয়েছে ইয়াবা বহনকারী এক বিক্রেতাকে। শুক্রবার সকালে এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্র জানায়, আটক মোঃ জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার টেকনাফের হারাংখালী এলাকার বাসিন্দা। সে চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় বসবাস করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীরকে আটক ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে প্রথমে সে নিজেকে পোশাককর্মী হিসেবে পরিচয় দিলেও পরে ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে। মুন্সীগঞ্জে তিন যুবক গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের শিলমন্দির খান বাড়ির বাবলু খানের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মধ্য কোটগাঁও এলাকার রশিদ মাস্টারের ছেলে মিন্টু (৩৪), পূর্ব দেওভোগ এলাকার মৃত কায়কোবাদ ম-লের ছেলে রবিন (২০) এবং পুর্ব দেওভোগ এলাকার শাহজাহান মোল্লার ছেলে সুজন (২৭)। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খান বাড়ির বাবলু খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অল্পের জন্য ট্রাক-ট্রেন সংঘর্ষ থেকে রক্ষা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শুক্রবার ভোরে দিনাজপুর শহরে পাটবোঝাই ট্রাক আইল্যান্ড ভেঙ্গে অল্পের জন্য ট্রেনের সঙ্গে সংঘর্ষ থেকে বেঁচে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁওগামী পাটবোঝাই ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ের কাছে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার মুখে পতিত হয়। ঠিক এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করছিল। আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগায় ট্রাকটির সঙ্গে চলন্ত ট্রেনের দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তার উপরে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার পর পাটবোঝাই ট্রাকটি রাস্তা থেকে সরানো হয়। মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১০ মার্চ ॥ লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে জড়িয়ে একটি বেসরকারী চ্যানেলে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরে স্থানীয় সংবাদকর্মীদের একটি কার্যালয়ে রামগঞ্জের মুক্তিযোদ্ধা আমীর হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আমির হোসেন জানান, জনৈক আব্দুর রশিদকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিতে তিনি ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন মর্মে গত ২৫ ফেব্রুয়ারি একটি বেসরকারী টেলিভিশনে সংবাদ প্রচার হয়। ওই সংবাদে তার কোন বক্তব্য নেয়া হয়নি।
×