ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গণজাগরণ মঞ্চ সংগঠক হত্যার বিচার দাবিতে সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৪, ১১ মার্চ ২০১৭

গণজাগরণ মঞ্চ  সংগঠক হত্যার  বিচার দাবিতে  সিলেটে বিক্ষোভ

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদার হত্যার বিচার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জগৎজ্যোতি হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান। বক্তারা বলেন, জগৎজ্যোতি সরকারী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবু চার বছরেও তার হত্যাকা-ের বিচার না হওয়া উদ্বেগজনক। জগৎজ্যোতির পর গণজাগরণ মঞ্চের আরও কয়েকজন সংগঠক-লেখক হত্যাকা-ের শিকার হন। এদের মধ্যে সিলেট নগরীতে খুন হন লেখক অনন্ত বিজয় দাশ। বক্তারা বলেন, গণজাগরণ মঞ্চের একের পর এক কর্মী-সংগঠক খুন হচ্ছেন, তাদের বিচার হচ্ছে না। উল্টো সরকার মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আপোস করছে। সমাবেশে বক্তব্য রাখেনÑ সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক নিলাঞ্জন দাশ টুকু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, যুগ্ম-সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, কবি আবিদ ফায়সাল প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলন চলকালে ২ মার্চ রাতে খুন হন জগৎজ্যোতি তালুকদার।
×