ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় দুই দস্যু গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৬:১৩, ১১ মার্চ ২০১৭

খুলনায় দুই দস্যু গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুই জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাপাড় গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, বাগেরহাটের মংলার কানাইনগর গ্রামের মোঃ কুদ্দুস শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ ও রামপাল উপজেলার ফয়লা পাড় গোবিন্দপুর গ্রামের মৃত আবদুল গফুর শেখের ছেলে আবদুল খালেক শেখ। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় উন্নতমানের পাইপ গান, ৫ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড এমটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া র‌্যাবের আর এক অভিযানে একই উপজেলা রামপালের কালিকা প্রসাদ গ্রামের মৃত কেরামত আলীর বাড়ি থেকে একটি বিদেশী বন্দুক, ১৯ রাউন্ড গুলি ও একটি এমটি কার্তুজসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতদলের নারী সহযোগী শারমিনা বেগম ওরফে শাবানা গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে নগরীর লবণচরাস্থ র‌্যাব-৬ খুলনার সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, বটিয়াঘাটা থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি আবুল হোসেন (৩৫) বাগেরহাট জেলার রামপাল উপজেলার কালিকা প্রসাদ গ্রামের একটি বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত শেখ কেরামত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ে ও ডাকাত আবুল হোসেনের সহযোগী শারমিনা বেগম ওরফে শাবানাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বসতঘর থেকে একটি উন্নতমানের বিদেশী দোনলা বন্দুক, ১৯ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ, একটি এমটি কার্তুজ, একটি ডিজিটাল ক্যামেরা ও এক জোড়া রূপার নূপুর উদ্ধার করা হয়।
×