ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:১১, ১১ মার্চ ২০১৭

স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এমবিএ ৫৩তম ব্যাচ তাদের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে এবং শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রয়েল একাডেমি এ্যাওয়ার্ড, জর্দান লাভ করায় এইউবির প্রতিষ্ঠাতা এবং উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে সংবর্ধনা প্রদান করে গত মঙ্গলবার। ৫৩তম ব্যাচ তাদের শিক্ষা সমাপনী উপলক্ষে এ স্মারকগ্রন্থ প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনের মধ্যমণি ছিলেন উপাচার্য। এমবিএ ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা এইউবি উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। উপাচার্য তার বক্তব্যে বলেন, আমি যখন কোন কর্পোরেট অফিসে যাই অথবা বিদেশে অবস্থান করি সবখানেই এশিয়ান থেকে পাস করে যাওয়া কর্মকর্তাদের পাই। আমার শিক্ষার্থীকে যখন আমি সফল অবস্থানে দেখতে পাই তখন গর্বে আমার বুক ভরে ওঠে, নিজের শ্রমকে সার্থক মনে হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এইউবির পরীক্ষা নিয়ন্ত্রক কেএম মনিরুল ইসলাম, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. খলিলুর রহমান, এমবিএ সমন্বয়ক জুলফিকর আলী, শিক্ষক মেজর ইমতিয়াজ প্রমুখ।Ñবিজ্ঞপ্তি
×