ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লোকালয়ে বানরের উৎপাত ॥ সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১১, ১১ মার্চ ২০১৭

লোকালয়ে বানরের  উৎপাত ॥ সিলেটে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীতে বানরের উৎপাত বন্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর কলবাখানিস্থ চাষনীপীর (রা) মাজার মসজিদের সামনে ‘মানববন্ধন’ কর্মসূচী পালন করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ক্রমশ বানরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বানরের হামলার শিকার হচ্ছে বেশিরভাগ শিশুরাই। দলবদ্ধ বানর খাবারের জন্য ছোট শিশুদের ওপর আক্রমণের পাশাপাশি বাসা-বাড়িতে ঢুকে উৎপাত করছে। বিষয়টি আমলে নিয়ে বানরের উপদ্রব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভোক্তভোগী জনসাধারণ বন বিভাগ ও সিটি কর্পোরেশনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা পাননি। লোকালয় থেকে বানর তাড়াতে কোন ব্যবস্থাও নেয়া হয়নি। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর নগরীর কলবাখানিস্থ চাষনীপীর (রা) মাজার মসজিদের সামনে ‘মানববন্ধন’ কর্মসূচী পালন করেন সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত জনসাধারণ জানান, বানর মারার জন্য এই আন্দোলন নয়। লোকালয় থেকে তাদের সংরক্ষিত বনে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়ার দাবিতেই আন্দোলনে নেমেছি। আমরা চাই আমাদের শিশুরা বনের প্রাণীর হাত থেকে নিরাপদে থাকুক। মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, শেখ সাদিকুর রহমান, কামরুল হাসান শাহিন, শফিকুল ইসলাম, সালেহ আহমদ, জুবের খান, সাদিকুর রহমান সাদি, আব্দুল্লাহ শাফি সাইদ।
×