ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুর পৌর মেয়রের দুর্নীতির প্রমাণ মেলেনি

প্রকাশিত: ০৬:১১, ১১ মার্চ ২০১৭

দিনাজপুর পৌর মেয়রের  দুর্নীতির প্রমাণ মেলেনি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে মিথ্যা বলে জানিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সচিব আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পৌরবিধি লঙ্ঘন করে জনবল নিয়োগ, হাটবাজারের ইজারা, আয়-ব্যয়ের হিসাব না দেয়া, বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের উন্নয়ন কাজ করে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করে সেগুলোর কোন প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগগুলো মনগড়া ও মিথ্যা। ২০১৫ সালের ২৭ নবেম্বরে পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখা তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। তিনি হাইকোর্টে রিট দাখিল করে বরখাস্ত আদেশ অবৈধ ও বেআইনী এখতিয়ার বহির্ভূত হিসেবে আদেশ পান।
×