ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল

প্রকাশিত: ০৬:১১, ১১ মার্চ ২০১৭

আদালতের নির্দেশ  অমান্য করে জমি দখল

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১০ মার্চ ॥ জিনজিরা ইউনিয়নের বন্দডাকপাড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা করছে ভূমিদস্যুরা। জমির মালিক চাঁন মিয়া গংয়ের পরিবার আইন প্রয়োগকারী সংস্থার কাছে একাধিকবার ধর্ণা দিয়েও সুবিচার পাচ্ছে না। অপরদিকে প্রাণের ভয়ে দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি। জমির মালিক চাঁন মিয়া বলেন, জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। বাবার মৃত্যুর পর আমি ভাই মোস্তাক হোসেন, বোন সালমা বেগম, সাহিদা বেগম ও কল্পনা বেগম তার ওয়ারিশান মালিক হয়ে ১৯৮৬ সালের ১৪ জুলাই ২৩ শতাংশের কাতে সাড়ে ৭ শতাংশ জমি নামজারি জমাভাগ ৫২/৮৬/৮৭ কেস মূলে ভোগ দখল করে আসছি। আমার প্রতিপক্ষ ভূমিদস্যু সাইফুল গং আমাদের জমিটি দখল করে বাড়ি নির্মাণের পাঁয়তারা করছে। জমিটি দখলে নেয়ার জন্য ভুয়া কাগজপত্রের মাধ্যমে আদালতের নির্দেশ অমান্য করছে। এ বিষয়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় গত ২২ ফেব্রুয়ারি পিটিশন মামলা দায়ের করি। আদালত ওই সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের এ নির্দেশ ভূমিদস্যুরা অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে আমরা পালিয়ে বেড়াচ্ছি। আমাদের জমি জবর দখলের চেষ্টা করলে তাদের প্রতিবাদ জানালে সন্ত্রাসী বাহিনী আমাদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, বাদীর মামলা সংক্রান্তে বাদীপক্ষ ও বিবাদীদের কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বললেও ভূমিদস্যুরা থানায় হাজির হয়নি। আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করব।
×