ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

প্রকাশিত: ০৬:১১, ১১ মার্চ ২০১৭

আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়ে বাংলাদেশী আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার সেন্টমার্টিনের দক্ষিণে মৌলভীর শিল পয়েন্টে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেনÑ আবদুর রশিদ মাঝি, সৈয়দ করিম, নূর হাসান, মোহাম্মদ উল্লাহ, জামাল হোসেন, দিল মোহাম্মদ, সাদেক আলী ও জাকের হোসেন। এরা সবাই টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা। বঙ্গোপসাগরে ওই ট্রলারের অদূরে মাছ ধরারত অবস্থা থেকে পালিয়ে আসা একাধিক ট্রলারের জেলেদের বরাত দিয়ে ট্রলারের মালিক আবু হোসেন বলেন, ফিশিং ট্রলার সাগরে মাছ শিকারকালে হঠাৎ করে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ এসে ধাওয়া করলে অন্য কয়েকটি ট্রলার পালিয়ে যেতে সক্ষম হলেও আমার ট্রলারটি ডুবিয়ে দেয়। এর আগে ফিশিং ট্রলারে থাকা আট জেলেকে ধরে তাদের ট্রলারে তুলে নেয় মিয়ানমারের নৌবাহিনী। পরে স্থানীয় কয়েকটি ট্রলারের সাহায্যে ডুবিয়ে দেয়া ট্রলারটি টেনে শুক্রবার সকালে সেন্টমার্টিন উপকূলে রাখা হয়েছে। বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে গিয়ে মাছ শিকারের কারণে টেকনাফের আট জেলেকে ধরে নিয়ে গেছে। এ বিষয়টি নিয়ে শুক্রবার সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আট জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে।
×