ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনটিভিতে জাপানী চলচ্চিত্র ‘তোরাসান উত্তরে যায়’

প্রকাশিত: ০৬:১০, ১১ মার্চ ২০১৭

এনটিভিতে জাপানী চলচ্চিত্র ‘তোরাসান উত্তরে যায়’

সংস্কৃতি ডেস্ক ॥ এনটিভিতে আজ সকাল ৮-৪৫ মিনিটে প্রচার হবে জাপানের সর্বকালের অন্যতম আইকনিক চলচ্চিত্র তোরাসান সিরিজের সর্বশেষ ছবি ‘তোরাসান উত্তরে যায়’ তোরাসান গোজ নর্থ)। ছবির পরিচালক য়ুজি ইয়ামাদা। এ চলচ্চিত্রে জুনকিচির মেয়ের চরিত্রে রূপদানকারী কেইকো তাকেশিতার তোরাসান সিরিজে দ্বিতীয় উপস্থিতি। আর জাপানী ছবির জনপ্রিয় অভিনেত্রী কেইকো আওয়াজির মাধ্যমে অভিনয়ে তার দীর্ঘ বিরতির অবসান ঘটান। এতে তোশিরো মিফুনে ও কেইকো আওয়াজির যুগলবন্দী বিশ্বখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘স্ট্রে ডগ’-এ তাদের একত্রে অভিনয়ের সুখস্মৃতি ফিরিয়ে আনায় এ চলচ্চিত্র মুক্তির সময়ে জাপানের গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। সিরিজের ৩৮তম ছবির ব্যাপ্তি ১০৭ মিনিট। ছবির শূটিং হয় হোক্কাইডো, চিবা ও গিফু জেলার একাধিক অঞ্চলে। ছবিটি প্রথম ১৯৮৭ সালে প্রদর্শিত হয়। হাস্যরসের সঙ্গে মানবতাবোধে পরিপূর্ণ এই ছবি দর্শককে কখনও হাসাবে, কখনও কাঁদাবে। তোরাসান নামের এক ভবঘুরের ব্যর্থ প্রেমের কাহিনী আর তার পরিবারকে নিয়ে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। যে প্রায় সময়ই দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ায় আর হঠাৎই টোকিওর শহরতলির নিজ বাড়িতে হাজির হয়। তোরাসান সিরিজের চরিত্রগুলোর গভীরতা, পারিবারিক জীবনের আবেগ আর মানবিকতার কাহিনী সব ছবিকেই দীর্ঘদিন ধরে রাখে প্রেক্ষাগৃহে।
×