ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আকিরা কুরোসাওয়ার চিত্রনাট্যে নতুন চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:০৯, ১১ মার্চ ২০১৭

আকিরা কুরোসাওয়ার চিত্রনাট্যে  নতুন চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ প্রয়াত জাপানী নির্মাতা আকিরা কুরোসাওয়ার একটি চিত্রনাট্য থেকে নতুন চলচ্চিত্র তৈরির ঘোষণা দিয়েছে চীনা দুই প্রযোজনা প্রতিষ্ঠান। ভারতীয় এক গণমাধ্যম জানায় হুয়েই ব্রাদার্স এবং সিকেএফ স্টুডিও কুরোসাওয়ার ‘দ্য মাস্ক অফ ব্ল্যাক ডেথ’ নামের চিত্রনাট্য থেকে চলচ্চিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সিকেএফ স্টুডিওর প্রতিষ্ঠাতা চেন কুফো বলেছেন, ‘মাস্ক’ হলো কুরোসাওয়ার সেই চিত্রনাট্য যেটা কখনও আলোর মুখ দেখেনি। আমরা ভাবলাম, তার হয়ে আমরাই কেন চলচ্চিত্রটি তৈরি করছি না? জাপানের অন্যতম বিখ্যাত নির্মাতা কুরোসাওয়া তার ৫৭ বছরের ক্যারিয়ারে ৩০টি চলচ্চিত্র তৈরি করেছেন। ১৯৯৮ সালে মারা যাওয়ার আগে তার সর্বশেষ লেখা চিত্রনাট্য ছিল এটি। এডগার এ্যালেন পোর ছোটগল্প ‘দ্য মাস্ক অব দ্য রেড ডেথ’ অবলম্বনে চিত্রনাট্যটি লিখেছিলেন তিনি। চলচ্চিত্রের গল্পের পটভ’মি প্লেগকবলিত রাশিয়াকে নিয়ে, যখন এই মহামারিতে হাজারো প্রাণের মৃত্যু ঘটলেও কোন পদক্ষেপ না নিয়ে দেশটির যুবরাজ রাজ প্রাসাদে নিজেকে বন্দি করে রেখেছিল। এই চলচ্চিত্রের মাধ্যমে নতুন করে আকিরা কুরোসাওয়ার কাজের স্বাদ পাবেন দর্শকরা। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
×