ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুলবুল মহলানবীশের গ্রন্থ প্রকাশনা ও আনন্দ-আড্ডা

প্রকাশিত: ০৬:০৯, ১১ মার্চ ২০১৭

বুলবুল মহলানবীশের গ্রন্থ প্রকাশনা ও আনন্দ-আড্ডা

সংস্কৃতি ডেস্ক ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশের জন্মদিন ছিল শুক্রবার। এ উপলক্ষে আজ সন্ধ্যায় লালমাটিয়ার টাইম স্কোয়ার সেন্টারে তাকে ঘিরে এক আনন্দ-আড্ডার আয়োজন করা হয়েছে। এতে তার সদ্য প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘জিগীষা’-র মোড়ক উন্মোচন করা হবে। স্বনামধন্য লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীরা কথা-গান-কবিতার এ আয়োজনে যোগ দেবেন। কৃতী শিল্পী ও সংগঠক বুলবুল মহলানবীশ ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স করেছেন। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। সঙ্গীতে অবদানের জন্য সম্মাননা ও পদক পেয়েছেন। ছড়া, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিসহ বিভিন্ন বিষয়ে তার ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
×