ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো নাটক ‘শেষ চাল’

প্রকাশিত: ০৬:০৯, ১১ মার্চ ২০১৭

নির্মিত হলো নাটক ‘শেষ চাল’

স্টাফ রিপোর্টার ॥ তরুণ পরিচালক সালমান শাহরিয়ার সম্প্রতি নির্মাণ করেছেন নতুন নাটক ‘শেষ চাল’। তাইয়্যাবা তাহসীনের রচনায় নির্মিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আব্দুর নূর সজল, তাইয়্যাবা তাহসীনসহ আরও অনেকে। সম্প্রতি ঢাকার অদুরে কালীগঞ্জসহ গাজীপুরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে নাটকের চিত্রায়ন করা হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে মায়ের হাত ধরে নতুন বাবার সংসারে এসেছে আদনান। কয়েক মাস পরে মায়ের মৃত্যু হয়। নতুন বাবার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন। আর সৎ বাবার সঙ্গ ছাড়ায় বেড়ে উঠতে থাকে আদনান। একদিন মিষ্টি মেয়ে তামান্নার সঙ্গে প্রেম আবার আদনান তামান্নাকে লেলিয়ে দেয় সৎ বাবার পিছে। বাবার ধন সম্পত্তির লোভে অন্ধ হয়ে যায় আদনান। সৎ বাবাকে শত্রু ভেবে দাবার চালের মতো গভীর ষড়যন্ত্রে এগিয়ে চলে আদনান ও তামান্না। তেমনি একটি পরিবারের পাওয়া না পাওয়ার গল্প নিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী। নাটকটি প্রসঙ্গে পরিচালক সালমান শাহরিয়ার জানান, সদ্য নাটকটির সকল কাজ শেষ হয়েছে। নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ছেলে আদনানের চরিত্রে সজল এবং প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী তাইয়্যাবা তাহসীন। খুব শীঘ্রই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে ‘শেষ চাল’ নাটকটি প্রচার হবে। নাটকের মাধ্যমে তরুণ সমাজ শিক্ষণীয় অনেক তথ্য পাবেন বলে মনে করেন নাট্য পরিচালক সালামন শাহরিয়ার। নাটক প্রসঙ্গে নাট্যকার ও অভিনেত্রী তাইয়্যাবা তাহসীন জানান, ‘শেষ চাল’ নাটকটি দেখে দর্শকরা একটু ভিন্ন ধারার অনুভূতি পাবেন। আশা করছি নাটকের গল্প দর্শকদের ভাল লাগবে।
×