ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:০৯, ১১ মার্চ ২০১৭

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনলাইনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় ১ থেকে ১৭ বছর বয়সী যে কোন শিশু ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিষয়ক যে কোন চিত্র এঁকে ‘মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন’-এর ফেসবুক পেজে পোস্ট করতে হবে আগামী ১৭ মার্চ রাত ১২টার মধ্যে। প্রতিযোগী তার পাঠানো চিত্রর সঙ্গে তার পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ নাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, বাবা-মা এবং বর্তমান ঠিকানা ও অভিভাবকের সেলফোন নম্বর দিতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ‘ক’ বিভাগ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ‘খ’ বিভাগ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ‘গ’ বিভাগে অন্তর্ভুক্ত করে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। আগামী ১৯ মার্চ মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাদে পুরস্কার তুলে দেবেন। ফোন বা এসএমএসের মাধ্যমে বিজয়ীকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানানো হবে। পুরস্কার গ্রহণের সময় অবশ্যই মূল চিত্র সঙ্গে করে আনতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থী এবং অভিভাবকদের মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের ফেসবুক পেজে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা ১২৪/১, শান্তিনগর প্লাজা, ষষ্ঠতলা, শান্তিনগর ঢাকা, এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
×