ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান নাট্যোৎসবে ‘আমি রফিক বলছি’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:০৮, ১১ মার্চ ২০১৭

চেয়ারম্যান  নাট্যোৎসবে ‘আমি রফিক বলছি’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরের উদ্যোগে স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘চেয়ারম্যান নাট্যোৎসব-২০১৭’। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের প্রথম প্রযোজনা মুক্তিযুদ্ধভিত্তিক আখ্যান ‘আমি রফিক বলছি’। ওইদিন নাটকের সপ্তম মঞ্চায়ন হয়। ওপার বাংলার নাট্যকার মানিক রায় চৌধুরী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের প্রধান গাজী ফারুক। নাটকে একক অভিনয় করেছেন মঞ্চদাসখ্যাত অভিনেতা রফিক নটবর। নাটকটির নির্বাহী প্রযোজক লায়ন ভূঁইয়া মোহাম্মদ রাশেদ। নাটকে নেপথ্যে কাজ করেছেন আলোক পরিকল্পনায় সুজন মাহবুব, সঙ্গীতায়জনে আকাশ মল্লিক ও এ এইচ জীবন, মঞ্চসজ্জা এহসান মাসুম। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে একাত্তরে আমাদের মুক্তির স্বপ্ন এবং বর্তমান বাস্তবতার আখ্যান। নাটকে একজন শহীদ মুক্তিযোদ্ধার বয়ান তুলে ধরা হয়। নাটকে দেখা যায় একজন মুক্তিযোদ্ধা যিনি কবরে গিয়েও শান্তি পান না। এক সময় তিনি কবর থেকে উঠে এসে জীবিত মানুষদের কাছে আর্তি জানান যে, স্বপ্ন নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছেন তার বাস্তবায়ন ৪৫ বছরেও হয়নি। এ জন্য তিনি দেশের সব মানুষকে দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। প্রসঙ্গত, গত বছরের ১৪ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘আমি রফিক বলছি‘ নাটকটির ষষ্ঠ মঞ্চায়ন হয়। আর চেয়ারম্যান নাট্য উৎসবে নাটকটি সপ্তম মঞ্চায়ন হলো। এদিকে উৎসবের উদ্বোধনী দিন বৃহস্পতিবার মঞ্চস্থ হয় জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। মাহফুজা হিলালী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। আজ শনিবার থিয়েটার মঞ্চায়ন করবে মারুফ কবির রচিত ও নির্দেশিত নাটক ‘মায়ানদী’। ১২ মার্চ রবিবার বুনন থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘সিক্রেট অফ হিস্টোরি।’ আনন জামান রচিত নাটকটি নির্দেশনা দিয়েছে শুদ্ধ হাসান। উৎসবের শেষদিন ১৩ মার্চ সোমবার জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘ট্রেন টু পাকিস্তান’। খুশবন্ত সিংয়ের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশা মঈনুল হক তারিফ। একই দিন ভারতের রবীন্দ্র নগর নাট্যায়ূধ মঞ্চায়ন করবে নাটক উইলিয়াম শেক্সপিয়রের ‘ছৌ ম্যাকবেথ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দানি কর্মকার। নাটক মঞ্চায়ন ছাড়াও আয়োজনে প্রতিদিন থাকছে গুণীজন সংবর্ধনা। এবারের উৎসবে রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশিদ, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী, আকতারুজ্জামান, গাজী রাকায়েত, এস এ হক অলিক, এ এইচ এম নোমান খান, শিলা সাহা, আহম্মেদ গিয়াস, আনন জামান, ঠান্ডু রায়হান, মাহফুজা হিলালী ও দেবাশীষ ঘোষকে সংবর্ধনা দেয়া হবে।
×