ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৬:০৮, ১১ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ ধূমপায়ীদের স্বর্গ বলে পরিচিত জাপানে আইনের কড়াকড়ি করে ধূমপানকে নিরুৎসাহিত করার প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে। তবে সে দেশের তামাকশিল্পের শক্তিশালী লবি ও তাদের বেনিফিশিয়ারিগণ এর বিপক্ষে নানা ধরনের যুক্তি উত্থাপন করে চলেছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী জুন মাসে এই প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করতে পারে। এই আইন পাস হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হওয়া ছাড়াও অনেক রেস্তরাঁও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। এবং আইন অমান্যকারীকে তিন লাখ ইয়েন (২৬০০ ডলার) জরিমানা দিতে হবে। প্রস্তাবিত আইনের এই খসড়া গত সপ্তাহে প্রকাশিত হলে জাপানে তামাক ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠান জাপান টোব্যাকোর (জে.টি) বিরুদ্ধে সর্বপন্থায় উঠে পড়ে লেগেছে। এর পক্ষে, সিগারেট কোম্পানিগুলো থেকে সরকার প্রতিবছর যে বিপুল অঙ্কের রাজস্ব (কয়েক বিলিয়ন ডলার) পায় সে কথা উল্লেখ করে তারা জাপানে অনুষ্ঠিতব্য আগামী অলিম্পিক আয়োজনে এর বিরূপ প্রভাব সম্পর্কে সরকারকে সতর্ক করেছে। Ñএএফপি সিইওর উপহার ইয়াহুর সিইও মেরিসা মেয়ার ও প্রধান আইনজীবীর শাস্তিস্বরূপ তাদের বেতন ও বোনাস ওই কোম্পানির কর্মীদের মধ্যে ভাগ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইয়াহুর এক বিলিয়ন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার শাস্তিস্বরূপ তাদের এটি হচ্ছে। ২০১৪ সালে প্রথম ব্যক্তিগত তথ্য চুরির ঘটনাটি ধরা পড়ে। মেয়ার ও তার টিমের বিরুদ্ধে অভিযোগ তারা বিষয়টি জানার পর ধীরে পদক্ষেপ নিয়েছে।Ñইয়াহু নিউজ কন্যার আশায় জাকারবার্গ ফেসবুুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান দম্পতির ঘরে নতুন অতিথি আসছে। তারা আরেকটি কন্যা আশা করছেন বলে শুক্রবার ওই দম্পতি ফেসবুকে জানিয়েছেন। তাদের ঘরে ইতোমধ্যে ম্যাক্স নামে এক কন্যা সন্তান রয়েছে। প্রথম কন্যার জন্মের পর তার সম্মানে জাকারবার্গ-প্রিসিলা দম্পতি প্রত্যেকটি রোগের আরোগ্য অনুসন্ধানের গবেষণায় এক বিলিয়ন ডলারের ওপরে দান করেন।Ñটেকক্রাঞ্চ
×