ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীর নিয়ে জাতিসংঘে পাক-ভারত বাগযুদ্ধ

প্রকাশিত: ০৬:০৮, ১১ মার্চ ২০১৭

কাশ্মীর নিয়ে  জাতিসংঘে  পাক-ভারত বাগযুদ্ধ

ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে বাগযুদ্ধে লিপ্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের চলতি ৩৪তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেশ দুটির কর্মকর্তারা পরস্পরকে নোংরা ভাষায় আক্রমণ করেন। খবর ফার্স্ট নিউজের। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনার জন্যই এই অধিবেশনের আয়োজন করা হয়। জাতিসংঘে নিযুক্ত ভারতীয় দূত অজিৎ কুমার বলেন, জম্মু ও কাশ্মীরের পুরোটাই ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান আমাদের বেশকিছু জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। তিনি বলেন আমরা এই দেখে বিষ্মিত হয়েছি যে পাকিস্তান সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির যন্ত্রে পরিণত করলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনার সে বিষয়ে কোন কথা বলেননি। মানবাধিকার কমিশনার জায়েদ রাদ আল হোসাইন বর্তমানে ৪০টির বেশি দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, তার কার্যালয় লাইন অব কন্ট্রোলের উভয় পাশেই বেশকিছু জায়গায় প্রবেশে বাধার সম্মুখীন হয়েছে। এর আগে পাকিস্তান জানায়, পাকিস্তান তাদের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের প্রবেশে বাধা দেয়নি।
×