ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ওপর হামলা নিয়ে উদ্বিগ্ন সরকার ॥ রাজনাথ সিং

প্রকাশিত: ০৬:০৭, ১১ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রে ভারতীয়দের  ওপর হামলা নিয়ে  উদ্বিগ্ন সরকার ॥  রাজনাথ সিং

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার লোকসভায় বলেছেন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়রা যে ভাবে বিদ্বেষের শিকার হচ্ছেন তাতে যথেষ্টই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এ ব্যাপারে আগামী সপ্তাহেই সরকারের তরফে একটি বিবৃতি দেয়া হবে সংসদে। খবর ওয়েবসাইটের। লোকসভায় বিরোধী সদস্যদের তুমুল হইচইয়ের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার সংসদে এ কথা জানিয়েছেন। গত কয়েক সপ্তাহে আমেরিকায় থাকা ভারতীয়দের অন্তত দু’জন ওই বিদ্বেষের বলি হয়েছেন। প্রশ্নোত্তর পর্বে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। কড়া নজর রাখছি। এ ব্যাপারে সরকারের তরফে সংসদে বিবৃতি দেয়া হবে আগামী সপ্তাহেই।’ পরে সংসদবিষয়কমন্ত্রী অনন্ত কুমারও বলেন, ‘আমেরিকায় যে ভাবে একের পর এক ঘটনায় ভারতীয়রা বিদ্বেষের শিকার হচ্ছেন, তাতে আমরা যথেষ্টই উদ্বিগ্ন।’
×