ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইএসবিরোধী যুদ্ধে এক হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:০৭, ১১ মার্চ ২০১৭

আইএসবিরোধী যুদ্ধে এক হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে রিজার্ভ ফোর্স হিসেবে কুয়েতে এক হাজার সেনা মোতায়েন করার বিষয় বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় আইএসের বিরুদ্ধে যে অভিযান চলছে, তা আরও বৃদ্ধি করতে এই উদ্যোগ নিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ সম্পর্কে আগে কোন খবর বলা না হলেও রয়টার্সের খবরে বলা হয়েছে, এসব সেনা মোতায়েন করা হলে যুদ্ধক্ষেত্রে উদ্ভূত সুবিধা ও চ্যালেঞ্জ মোকাবেলায় কমান্ডারদের ত্বরিত পদক্ষেপ নিতে সাহায্য করবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এর মাধ্যমে সুযোগ সৃষ্টি হবে। তবে তিনি জানান, কুয়েতে এখন যেসব সেনা মোতায়েন রয়েছে তাদের চেয়ে নতুন মোতায়েন করা সেনাদের পরিস্থিতি হবে আলাদা। আইএসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে কুয়েতে নতুন করে স্থলসেনা মোতায়েনের এই প্রস্তাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সমর্থন আছে কি না, তা জানা যায়নি। তবে কমান্ডারদের কাজের গতি বাড়াতে আরও সেনা মোতায়েন করতে চান তিনি। ট্রাম্প প্রশাসনের বিবেচনা থাকা এই উদ্যোগ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে অভিযোগ ছিল, আইএসবিরোধী যুদ্ধে তিনি ছোট-খাটো পদক্ষেপ নিতে আগ্রহী।
×