ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে জাপান-মার্কিন যৌথ মহড়া

প্রকাশিত: ০৬:০৭, ১১ মার্চ ২০১৭

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে  জাপান-মার্কিন যৌথ মহড়া

যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী পূর্বচীন সাগরে যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পর ওই অঞ্চলে উদ্বেগ বাড়তে থাকার প্রেক্ষাপটে তারা এই মহড়া শুরু করেছে। স্থানীয় গণমাধ্যম শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপির। দুই দেশ এ সপ্তাহের প্রথমদিকে এই মহড়া শুরু করে। মহড়ায় জাপানের ডেস্ট্রয়ার ও মার্র্কিন নৌবাহিনীর পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন অংশ নিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়াকে সতর্ক করার উদ্দেশ্যেই এই মহড়া চালানো হচ্ছে বলে জাপানের সানকেই শিম্বুন পত্রিকা মন্তব্য করেছে। তবে পূর্বচীন সাগরে জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রদর্শনও এই মহড়ার একটা উদ্দেশ বলে ধারণা করা হচ্ছে। ওই সাগরে কয়েকটি অমীমাংসিত দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। জাপানে ওই দ্বীপগুলো সেনকাকু এবং চীনে দিয়াও নামে পরিচিত। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়ার ব্যাপারে কোন মন্তব্য করেনি। সোমবার উত্তর কোরিয়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপান ও যুক্তরাষ্ট্রের এই মহড়া শুরু হয়। সে সময় তিনটি ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিবছরই এ রকম যৌথ মহড়া করে থাকে। ওই উত্তর কেরিয়ার সঙ্গে দেশ দুটির সম্পর্কে টানটান উত্তেজনা বিরাজ করে। নতুন পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া : যুক্তরাষ্ট্রভিত্তিক উত্তর কোরিয়াবিষয়ক নজরদারি ওয়েবসাইট ‘থার্টিএইট নর্থ’ বৃহস্পতিবার জানিয়েছে, পিয়ংইয়ং আরেকটি পরমাণু পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। উপগ্রহের থেকে তোলা ছবিতে দেখা গেছে, পাঙ্গিরি পরমাণু স্থাপনার কাছে সরঞ্জামাদি স্থানান্তর করতে দেথা গেছে। তারা ধারণা করছে, অল্প সময়ের নোটিসেই উত্তর কোরিয়ার এখন ভূগর্ভে ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালাতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই সাইটেই পিয়ংইয়ং গত সেপ্টেম্বরে আরেকটি পরমাণু পরীক্ষা চালিয়েছিল।
×