ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কান থেকে বেরুল ২৬ তেলাপোকা

প্রকাশিত: ০৫:৫৫, ১১ মার্চ ২০১৭

কান থেকে বেরুল ২৬ তেলাপোকা

কানের প্রচ- ব্যথা সহ্য করতে না পেরে অবশেষে চীনের চাঙ্গান জিয়াওবিয়ান হাসপাতালে যায় ১৯ বছর বয়সী লি। সেখানে তার কান ভালভাবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা যা খুঁজে পায় তাতে কপালে চোখ উঠে তাদের। ঘটনাটি দক্ষিণ চীনের গুয়াংদংয়ের। হাসপাতালের রিপোর্টে দেখা যায়, লির কানের ভেতর কিলবিল করছে অসংখ্য তেলাপোকা। সেগুলোর মধ্যে একটি আকারে বড়, অন্যগুলো ছোট ছোট। ডাক্তারদের বুঝতে বাকি থাকে না যে, ছোট তেলাপোকাগুলো আসলে বড়টির ছানা। পরে অপারেশন করে একটি একটি করে তেলাপোকা বের করা হয় লির কান থেকে। মোট ২৬টি তেলাপোকা বের করা হয় তার কান থেকে। চিকিৎসকদের ধারণা, লি যখন ঘুমাচ্ছিলেন তখনই মা তেলাপোকাটি কোনভাবে লির কানে ঢুকে যায়। তার পর কানের ভেতরেই ডিম পাড়ে। সেই ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, তখনই কানে চুলকানি এবং যন্ত্রণার সমস্যায় ভুগতে থাকেন লি। -ওয়েবসাইট
×