ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন জেলায় অভিযান চার জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৪, ১১ মার্চ ২০১৭

তিন জেলায় অভিযান চার জেএমবি সদস্য গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহী, পঞ্চগড় ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ও বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। খবর স্টাফ রিপোর্টারদের। জানা গেছে, রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সক্রিয় সদস্য আবদুল রশিদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার শ্রীপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ। গ্রেফতার আবদুর রশীদ উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য বলে জানান ওসি। তিনি বলেন, ২০০৪ সালে বাগমারায় সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিতে যোগ দেয় সে। সে সময় বাংলাভাইয়ের সহযোগিতায় আবদুর রশীদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সেই সময় তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় আদালত থেকে অব্যাহতি পেলেও এলাকায় ফিরে সে আবারও জঙ্গী সংগঠনের কর্মকা-ে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানান ওসি নাছিম আহম্মেদ। পঞ্চগড় ॥ দেবীগঞ্জে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেএমবির দুই সদস্য ও এক জামায়াত নেতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে দেবীগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ময়মনসিংহ ॥ জঙ্গী ও সন্ত্রাসবিরোধী অভিযানে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ দাপুনিয়া ইউনিয়নের শষ্যমালা গ্রাম থেকে ইউপি সদস্য বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে বিল্লালকে। চট্টগ্রাম ॥ নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে জিহাদী পুস্তক ও প্রচারপত্রসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালিত হয়।
×