ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ধাওয়ার মুখে দুর্ঘটনায়’ কুমিল্লায় যুবকের মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন

প্রকাশিত: ০৫:৫২, ১১ মার্চ ২০১৭

‘ধাওয়ার মুখে দুর্ঘটনায়’ কুমিল্লায় যুবকের মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ মার্চ ॥ কুমিল্লায় পুলিশের ধাওয়ার মুখে দুর্ঘটনায় রাসেল নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে। এ সময় জনতা ৩ পুলিশকে মারধর শুরু করলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার বালুতুপা বাজার সংলগ্ন চাঁপাপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, জেলার সদর দক্ষিণ মডেল থানার এএসআই জহিরের নেতৃত্বে ঢাকা মেট্রো-ট ১৪-২২৯৫ মাইক্রোযোগে পুলিশের একটি টহল দল শুক্রবার ভোরে সীমান্তের কানেস্তলা-বালুতুপা সড়কে লক্ষীপুর-হ-১১-২৮৩৩ মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে ধাওয়া করে। এক পর্যায়ে মোটরসাইকেলটি পার্শ্ববর্তী আদর্শ সদর উপজেলার বালুতুপা বাজার সংলগ্ন চাঁপাপুর এলাকায় পৌঁছে দুর্ঘটনায় পতিত হয় এবং একইস্থানে পুলিশকে বহন করা মাইক্রোবাসটিও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এদিকে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবরে ভোরে উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত মাইক্রোটি পুড়িয়ে দেয় এবং সদর দক্ষিণ থানার কনস্টেবল খোরশেদ আলম(৪৮),মিজানুর রহমান(৪৭), কামাল উদ্দিনকে (৫৫) আটক করে মারধর শুরু করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা, ডিবির অতিরিক্ত পুলিশসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিন কনস্টেবলকে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। এ ছাড়া মোটরসাইকেল আরোহী রাসেলের (২৫) লাশ ঘটনাস্থল থেকে ২শ’ গজ দূরে শিরু মিয়ার রোপা ধানি জমির পানি থেকে উদ্ধার করা হয়। রাসেল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের (মনাগাজী ব্যাপারীবাড়ি) মৃত সফিউল্লার পুত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে মাইক্রোটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় পুলিশ মাইক্রোর চালক সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা গ্রামের সুলতান আহাম্মেদের ছেলে আবুল বাশারকে (৩৪) আটক করেছে। বিকেলে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ বহনকারী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনা জনিত কারণে মোটরসাইকেলের আরোহীদের মধ্যে একজনের মৃত্যু হয়। উত্তেজিত জনতা মাইক্রোতে অগ্নিসংযোগ ঘটায়। পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×