ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ গণহত্যা দিবস ॥ রাষ্ট্রীয় স্বীকৃতি মিলছে আজ

প্রকাশিত: ০৫:৫০, ১১ মার্চ ২০১৭

২৫ মার্চ গণহত্যা দিবস ॥ রাষ্ট্রীয় স্বীকৃতি মিলছে আজ

সংসদ রিপোর্টার ॥ স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পর একাত্তরের ভয়াল-বীভৎস ২৫ মার্চ রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাচ্ছে। ২৫ মার্চকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব আজ শনিবার জাতীয় সংসদ অধিবেশনে উঠছে। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার কর্তৃক আনীত এই প্রস্তাবটি অধিবেশনে গৃহীত হলে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে দিবসটিকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করবে বলে জানা গেছে। দীর্ঘ ৪৬ বছর ধরে একাত্তরের ২৫ মার্চ পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরীহ বাঙালীদের ওপর নির্বিচারে যে গণহত্যা চালায়, এত দিন তা গণহত্যা দিবস হিসেবে পালিত হলেও দিবসটির কোন জাতীয় বা রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। সম্প্রতি একাত্তরের এই গণহত্যার দায় এড়িয়ে উল্টো মুক্তিবাহিনীর ওপর তা চাপিয়ে পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় মিথ্যা তথ্য সংবলিত একই বই প্রকাশ করার ঘটনা নজরে আসার পরই ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে মুক্তিযুদ্ধের পক্ষের সব শ্রেণী-পেশার মানুষ। পাকিস্তানের এই বিকৃত বই ছাপানোর বিষয়টি সংসদের নজরে আনেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তিনি এ বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রতি নিন্দা ও ধিক্কার জানিয়ে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও দিবসটির স্বীকৃতি আদায়ে জোর কূটনৈতিক তৎপরতা চালানোর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব করে একটি সাধারণ আলোচনার নোটিস সংসদ সচিবালয়ে জমা দেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও বিষয়টি নিয়ে সাধারণ আলোচনার জন্য আজ শনিবার বিকেল তিনটা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সংসদে আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হতে পারে বলে সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে।
×