ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের ভিভিআইপি মর্যাদা দেয়া উচিত॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৪৯, ১১ মার্চ ২০১৭

মুক্তিযোদ্ধাদের  ভিভিআইপি  মর্যাদা দেয়া  উচিত॥ প্রধান  বিচারপতি

বিডিনিউজ॥ মুক্তিযোদ্ধাদের ভিভিআইপি মর্যাদা দেয়া উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হচ্ছে, তা ভাবতে অবাক লাগে। এখনও প্রশ্ন জাগেÑকে প্রকৃত মুক্তিযোদ্ধা, কে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। এত রক্তের বিনিময়ে এবং এত কম সময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে উল্লেখ করেন তিনি। দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সঠিক তথ্য প্রয়োজন মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, অনেকে মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে এবং হত্যাযজ্ঞে অংশ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুবিধা নিচ্ছেন। স্বাধীনতা বিরোধীরা কম সময়ের মধ্যেই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর দেশে ইতিহাস বিকৃতি হয়েছে। এজন্য কি মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল? মুক্তিযোদ্ধাদের ভিভিআইপি মর্যাদা দেয়া উচিত। কমলগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এক সাগর রক্তের বিনিময়ে, মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে; আর আজ আমি সে দেশের প্রধান বিচারপতি পদে আসীন। এ দেশ স্বাধীন না হলে আমার মতো একজন বাঙালী কোনদিন দেশের প্রধান বিচারপতি হতে পারতাম না। প্রধান বিচারপতি সন্ধ্যায় কমলগঞ্জের ভানুগাছ বাজারের ১০ নম্বর চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার ও মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একিউএম নাসির উদ্দিন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার আদালতের পিপি এএসএম আজাদুর রহমান ও এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাল নৃত্য ও মুক্তিযুদ্ধবিষয়ক গণসঙ্গীত পরিবেশন করা হয়।
×