ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি

রাজশাহী নওগাঁয় মৌসুমের প্রথম কালবৈশাখী

প্রকাশিত: ০৫:৪৮, ১১ মার্চ ২০১৭

রাজশাহী নওগাঁয় মৌসুমের প্রথম কালবৈশাখী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি হয়েছে। দেশের কোথাও হাল্কা, কোথাও বজ্রসহ মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়া সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকাগুলোতেও। এদিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে আব্দুর রউফ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী অঞ্চলে মৌসুমের প্রথম কালবৈশাখী ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার পৌনে সন্ধ্যা ৬টা থেকে প্রায় আধাঘণ্টাব্যাপী ঝড়োহাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের ধারা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিন ও রাতের তাপমাত্রাও কিছু কমবে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আর উত্তর-উত্তর-পশ্চিম দিকে গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। সেখানে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে ২৬ মিলিমিটার ও পটুয়াখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল খুলনায় ৩২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজারহাটে ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। রাজশাহী থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, রাজশাহী অঞ্চলে মৌসুমের প্রথম কালবৈশাখী ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর ঝড় হয়েছে। প্রায় আধাঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহী অঞ্চলে। বৃষ্টিপাত ও ঝড়োহাওয়ায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এ বৃষ্টিপাতে উঠতি আলু, মসুর, ভুট্টা ও রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে বৃষ্টিপাতের কারণে রাজশাহী নগরীর নি¤œাঞ্চল হিসেবে পরিচিত উপশহর, কোর্ট এলাকার লক্ষ্মীপুর, গুড়িপাড়া, হড়গ্রাম ও কাজলা এলাকায় সড়কে পানি উঠে যায়। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় ড্রেন উপচে পানি জমে যায় বিভিন্ন সড়কে। ছুটির দিনের বিকেলে হঠাৎ বৃষ্টিপাতে ঘর থেকে বের হওয়া মানুষ পড়েন বিপাকে। রাজশাহী আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক রাজিব খান জানান, সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও কালবৈশাখীর ঝড় বয়ে যায়। এটি এ মৌসুমের প্রথম বৃষ্টিপাত ও কালবৈশাখী। জেলার পবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জুরে মওলা জানান, এ বৃষ্টিপাতে মাঠের উঠতি আলুসহ রবিশস্যের কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া ঝড়ে আমের মুকুলের ক্ষতি হতে পারে। নওগাঁ ॥ শুক্রবার বিকেল ৩টার দিকে নওগাঁর ধামইরহাটে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ১০ মিনিট ধরে এই শিলা ও ঝড়বৃষ্টি হয়। দীর্ঘদিন পর বৃষ্টি নামায় এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে এসেছে। তবে কৃষকের একদিকে যেমন উপকার হয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে ক্ষতিও হয়েছে। শিলাবৃষ্টি হওয়ার কারণে পাকা গমের ক্ষতি হয়েছে। তাছাড়া অনেকের কাঁচা বাড়িঘরের টিন উড়ে গেছে। বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ শহর ও পার্শ্ববর্তী এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ জানায়, আকস্মিক বৃষ্টিতে পাকা গমের সামান্য ক্ষতি হলেও অন্যান্য ফসলের উপকার হয়েছে। বিশেষ করে আম ও লিচু গাছের গুটি ছাড়া অন্যান্য পচা আবর্জনা ও ধুলোমাটি বৃষ্টির কারণে পরিষ্কার হওয়ায় আম ও লিচুর ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
×