ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিড ফার্মার মালিকসহ পাঁচ জনকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৯:০৪, ১০ মার্চ ২০১৭

রিড ফার্মার মালিকসহ পাঁচ জনকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ভেজাল প্যারাসিটামল সিরাপ পান করে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রিড ফার্মাসিউটিক্যালসের মালিকসহ খালাস পাওয়া পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির সাতদিনের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যদিকে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপীল করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাঃ এইচবিএম ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপীল দায়ের করা হয়। আপীলে জামিন চাওয়ার পাশাপাশি সাজার রায় স্থগিত চাওয়া হয়েছে। ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ বশির আহমেদ।
×