ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০২, ১০ মার্চ ২০১৭

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বুধবার সংসদে স্বাস্থ্যমন্ত্রীর প্রদত্ত বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকায় মন্ত্রী একটি ব্যাখ্যা প্রদান করেছেন। প্রকৃতপক্ষে তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রণালয় নিয়োজিত মূল্যায়ন কমিটির বিবেচনায় ফ্রিকোয়েন্সির স্বল্পতার কারণে দুটি প্রতিষ্ঠানের বেশি মোবাইল ফোনের লাইসেন্স প্রদান সম্ভব ছিল না। তারপরও ড. ইউনূসের প্রতি সম্মান দেখিয়ে তার গ্রামীণফোনকে বিশেষ বিবেচনায় লাইসেন্স বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দ প্রক্রিয়ায় কোন ধরনের অনিয়ম বা আইনের ব্যত্যয়ের অবকাশ ছিল না। মন্ত্রী বুধবার সংসদে মূলত ড. ইউনূসের পরবর্তীকালের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ওই ঘটনার ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যার মাধ্যমে সংসদে প্রদত্ত বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি।
×