ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে কী চুক্তি হচ্ছে জনগণ জানতে চায় ॥ ফখরুল

প্রকাশিত: ০৯:০১, ১০ মার্চ ২০১৭

ভারতের সঙ্গে কী চুক্তি হচ্ছে জনগণ জানতে চায় ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কী চুক্তি হচ্ছে জনগণ তা জানতে চায়। পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, ভারতের সঙ্গে নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। দেশের সঙ্গে দেশের চুক্তি হতেই পারে। তবে কী চুক্তি হচ্ছে সেটা জনগণ জানবে না তা হতে পারে না। তাই ভারতের সঙ্গে কি কি চুক্তি হচ্ছে তা অবিলম্বে প্রকাশ করুন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্য দেশের সঙ্গে কি চুক্তি হয়েছে বা হচ্ছে তা প্রকাশ করা ‘ম্যান্ডেটরি‘ অথচ বর্তমান সরকারের আমলে করা একটা চুক্তিও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবার বোধ হয় ভারতের সঙ্গে পানি সমস্যার কিছুটা সুরাহা হবে। কিন্তু এখন পর্যন্ত তিস্তা নদীতে আমরা একফোঁটা পানিও পাইনি। ‘নির্দলীয় ও সহায়ক সরকার সংবিধানে নেই’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, মানুষের জন্যই সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। কিন্তু আওয়ামী লীগ সংবিধানকে বাইবেল বানিয়ে দিয়েছে, যেন কখনও পরিবর্তন করা যাবে না। তাহলে প্রজাতন্ত্র হলো কিভাবে, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে কিভাবে। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হবার কারণে মানুষকে বোকা বানানোর জন্য এসব করছে।
×