ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম ওয়েজ বোর্ড গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০০, ১০ মার্চ ২০১৭

নবম ওয়েজ বোর্ড গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ সংবাদপত্র কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ইলেক্ট্রনিক গণমাধ্যমকে এই ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিবালয়ে বৃহস্পতিবার সংবাদপত্র কর্মচারীদের দুটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজ বোর্ড গঠনের প্রস্তাবে আমরা নীতিগতভাবে স্বীকৃতি দিয়েছি। সরকার উদ্যোগ নিলেও এটা মূলত সাংবাদিক, কর্মচারী এবং মালিকপক্ষ- এই ত্রিপক্ষীয় একটা ব্যবস্থা। একজন বিচারপতি ওয়েজ বোর্ডে নেতৃত্ব দেন জানিয়ে মন্ত্রী বলেন, তিনি (বিচারপতি) সুবিচার করার চেষ্টা করেন। সেখানে আমাদের তরফ থেকে বিচারপতিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। বাকিটা কিন্তু আমাদের হাতে নেই। বাকিটা সাংবাদিক, কর্মচারী, শ্রমিক, মালিকপক্ষ প্রতিনিধি দেবেন, সেটাকে আনুষ্ঠানিকভাবে আমরা একটা আইনগত রূপ দেব যে, এরা ওয়েজ বোর্ডের সদস্য। এই সদস্যরা ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে ওয়েজ বোর্ডের কাজ এগিয়ে নিয়ে যাবেন। ওয়েজ বোর্ড গঠনের যে প্রস্তাব এসেছে। সেই প্রক্রিয়ায় আমরা অনেক দূর এগিয়েও গেছি। আমরা আশা করছি, অতিদ্রুত আনুষ্ঠানিকভাবে তারা (ওয়েজ বোর্ড) কাজ শুরু করতে পারবে। হাসানুল হক বলেন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন, নিউজ পেপার ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই দুটি সংগঠনের প্রতিনিধির নাম আমাদের দফতরে জমা হয়নি। এই প্রতিনিধি দেয়ার দায়িত্ব তাদেরই। বাকিদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স- তাদের প্রতিনিধি দিয়েছেন। কাজটা কিছু দূর এগিয়ে গেছে। বাকি থাকল বিচারপতি নিয়োগ।
×