ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুদকের তদন্ত গতিশীল করতে ২৫৬৭ জনের সাংগঠনিক কাঠামো হচ্ছে

প্রকাশিত: ০৮:৪৩, ১০ মার্চ ২০১৭

দুদকের তদন্ত গতিশীল করতে ২৫৬৭ জনের সাংগঠনিক কাঠামো হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার জন্য দুই হাজার ৫৬৭ জনের একটি সাংগঠনিক কাঠামো বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, প্রয়োজনের তুলনায় জনবলের স্বল্পতা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম যথানিয়মে পরিচালনা করে যাচ্ছে। বিদ্যমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের মোট জনবল ১ হাজার ৭৩ জন। এর মধ্যে, অনুসন্ধান/তদন্তকারী কর্মকর্তার ৩৫৭টি পদের বিপরীতে বর্তমানে ২৯৬ জন কর্মরত আছেন। দুর্নীতি দমন কমিশনকে একটি দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-কে যুগোপযোগী করেছে। ১৫ হাজার নকলনবিস কর্মরত ॥ সরকারী দলের সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক জানান, বর্তমানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে প্রায় ১৫ হাজার নকলনবিস বা এক্সট্রা মোহরার কর্মরত আছেন। বাজেটে বরাদ্দকৃত অর্থের সঙ্কুলান না হওয়ায় নকলনবিসদের পারিশ্রমিক বকেয়া থেকে যাচ্ছে।
×