ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুইদিনের সফরে আসছেন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪০, ১০ মার্চ ২০১৭

দুইদিনের সফরে আসছেন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-হ্যানয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সফরে আসছেন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ফাম বিন মিন। তিনি আগামী ২৯-৩০ মার্চ দুইদিন বাংলাদেশ সফর করবেন। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ফাম বিন মিনের সফর নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রস্তুতি চলছে। ফাম বিন মিন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। সে বৈঠকে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ফাম বিন মিনের ঢাকা সফরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণেই ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ঢাকায় আসছেন। তার ঢাকা সফরের সময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আরও বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে।
×