ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিওআইপি সরঞ্জাম, ১২৮৪ সিম ও বায়োমেট্রিক যন্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৮, ১০ মার্চ ২০১৭

ভিওআইপি সরঞ্জাম, ১২৮৪ সিম ও বায়োমেট্রিক যন্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানীর মধ্য বাড্ডা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও সহস্রাধিক অবৈধ সিমকার্ড ও সিম বায়োমেট্রিক রেজিস্টেশন করার সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলোÑ আবু নোমান খসরু (৪২), আলমগীর হোসেন ওরফে মিশু (২৪), ফয়েজ আহম্মেদ রাজু (৩৫) ও আব্দুল্লাহ আল-মামুন (২৫)। এ সময় উদ্ধার করা হয়েছে ভিওআপি পরিচালনার ডিন স্টার গেটওয়ে মেশিন ৬টি, ১২শ’ ৮৪টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, বায়োমেট্রিক করার দুটি মেশিন, কম্পিউটারে প্রিন্ট করা বিভিন্ন মানুষের ছবি ও সিল। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ ও রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান আহম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।
×