ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৪৪, ১০ মার্চ ২০১৭

ঝলক

গোলাপী পানির হ্রদ অস্ট্রেলিয়ার মধ্য মেলবোর্নের ওয়েস্টগেট পার্কের একটি লবণাক্ত হ্রদের পানি উজ্জ্বল গোলাপী বর্ণ ধারণ করেছে। পানির রং এতটাই উজ্জ্বল হয়েছে যে অনেক দূর থেকেও তা স্পষ্ট দেখা যায়। পরিবেশবিদরা বলছেন, ওই এলাকায় দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া ও উচ্চ তাপমাত্রার ফলে পানির রং বদলে যেতে পারে। খবরে বলা হয়েছে, হ্রদটিতে পানা জাতীয় নানা উদ্ভিদের বাস ছিল। দীর্ঘদিন বৃষ্টি না হওয়া। প্রচ- তাপমাত্রা আর লবণাক্ত পানির কারণে পানাগুলো পচে পানির সঙ্গে মিশে এই ধরনের বর্ণ ধারণ করতে পারে। এই হ্রদের পানির রং গোলাপী হওয়ায় দূর থেকে অনন্য সুন্দর দেখাচ্ছে। তবে ওয়েস্টগেট পার্ক কর্তৃপক্ষ জনসাধারণকে এই পানির কাছে যাওয়া নিষেধ করেছে। পরিবেশ বিজ্ঞানী ড. মার্ক নরমান বলেছেন, পানা জাতীয় উদ্ভিদ পানির সঙ্গে মিশে এই রং ধারণ করেছে। কোন শিল্পকারখানার বর্জ্য মিশে এমনটা হয়নি। এই পানি শরীরের জন্য ক্ষতিকর নয়। তবে এতে সাঁতারকাটা বিপজ্জনক হতে পারে। এই পানি এতটাই লবণাক্ত ও কাদাপূর্ণ যে এখানে যে কেউ নামলে অস্বস্তি বোধ করবে। তার আশা বৃষ্টির মৌসুম শুরু হলে এই হ্রদের পানি আবার স্বাভাবিক রঙে ফিরে আসবে। -হাফিংটন পোস্ট অবলম্বনে। ক্লান্তির তথ্য জানাবে জামা চালকের ক্লান্তিজনিত দুর্ঘটনার হার কমাতে জাপানের টয়োবা কোম্পানি কোকোমি নামে এক নতুন জামা তৈরি করেছে। এই জামা চালককে সতর্ক করবে যে তিনি গাড়ি চালানোর জন্য ফিট কি না। চালকের হৃৎপিণ্ডের ইলেকট্রিক সিগন্যাল ধারণ করে এই জামা ঘুমের লক্ষণ বের করবে। আর চালককে সতর্ক করবে যে, তিনি গাড়ি চালানোর মতো অবস্থায় আছেন কি না। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এ্যাডমিনিস্ট্রেশনের দেয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সড়কে এক লাখের বেশি দুর্ঘটনার কারণ চালকের ক্লান্তি। আর অস্ট্রেলিয়ায় ২০ থেকে ৩০ শতাংশ দুর্ঘটনার কারণ এই চালকের ক্লান্তি। একই সময়ে জাপানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আগের যে কোন সময়ের চেয়ে কম। খবরে বলা হয়েছে আগের চেয়ে দেশটিতে ট্রাফিক দুর্ঘটনার হার কমেছে ৫.২ শতাংশ। গাড়ির উন্নত ব্রেক এবং নিরাপত্তা ব্যবস্থার কারণেই দেশটিতে সড়ক দুর্ঘটনার হার কমেছে বলে ধারণা। গাড়ির নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নয়, ক্লান্তিজনিত দুর্ঘটনার মাত্রা যাতে কমে আসে সে কারণেই উদ্যোগ নিয়েছে টয়োবা। কোকোমি নামের এই জামা চালকের বায়োমেট্রিক তথ্য ধারণ করে তাতে কোন পরিবর্তন লক্ষ্য করলে সতর্কতার জন্য এ্যালার্ম বাজাবে। এ বছরের শেষদিকে বাজারে আসবে এই জামা। -দ্যা জাপান টাইমস অবলম্বনে।
×