ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারীর সহিংসতার শিকার হওয়ার ক্ষতিকর প্রভাব প্রযুক্তি ব্যবহারে

অনলাইন নিউজ পোর্টালে নারীর খোলামেলা উপস্থাপনা

প্রকাশিত: ০৫:৪০, ১০ মার্চ ২০১৭

অনলাইন নিউজ পোর্টালে নারীর খোলামেলা উপস্থাপনা

স্টাফ রিপোর্টার ॥ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী যে সহিংসতার শিকার হচ্ছে তাতে প্রযুক্তির ক্ষতিকর ব্যবহার লক্ষণীয়। সাইবার ক্রাইম নারীর প্রতি সহিংসতায় এক নতুন মাত্রা যোগ করেছে। প্রযুক্তির ব্যবহার গণমাধ্যমের চেহারাও পরিবর্তন করেছে। গণমাধ্যমে সৃষ্ট একটি নতুন ক্ষেত্র হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল। আর অনলাইন নিউজ পোর্টালে নারীর ওপর কীরূপ প্রভাব ফেলে তা দেখার বাংলাদেশ মহিলা পরিষদ ‘অনলাইন নিউজ পোর্টালে নারীর উপস্থাপন বিষয়ক সমীক্ষা’ করে। সমীক্ষাটির লক্ষ্য ছিল অনলাইন নিউজ পোর্টালে নারীর উপস্থাপন বিশ্লেষণ করা; অনলাইন নিউজ পোর্টালগুলোর নারী বিষয়ক প্রতিবেদনগুলো বিশ্লেষণ; অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপনে নারীর উপস্থাপন; নারীর প্রতি সহিংসতা ও মাত্রা বাড়ার ক্ষেত্রে অনলাইন নিউজ পোর্টালের কোন প্রভাব আছে কি না, তা যাচাই করা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে ‘অনলাইন নিউজ পোর্টালে নারীর উপস্থাপন বিষয়ক’ সমীক্ষাটি করা হয়। সমীক্ষার জন্য মূলধারা থেকে ছয়টি ইংরেজী এবং বাংলা পত্রিকার অনলাইন পোর্টাল বাছাই করা হয়। এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে জনপ্রিয় ১১ পোর্টাল বাছাই করা হয়। পর্যালোচনায় দেখা যায়, মূলধারার সংবাদপত্রের পোর্টালগুলোতে নারী বিষয়ক সংবাদ, ছবি ও বিজ্ঞাপন অনলাইন নিউজ পোর্টালসমূহের তুলনায় অপেক্ষাকৃত কম ছিল। অন্যদিকে অনলাইন নিউজ পোর্টালসমূহে নারীর নেতিবাচক উপস্থিতি অধিক লক্ষ করা গেছে। বিশেষত, বিনোদন এবং লাইফস্টাইলে নারীর নেতিবাচক ও বিকৃত উপস্থিতি অন্য পেজগুলোর চেয়ে বেশি ছিল। শিরোনাম এবং ভাষা ও শব্দের ব্যবহারে নারীর নেতিবাচক উপস্থাপন লক্ষ করা গেছে। হোমপেজ অর্থাৎ নিউজ পোর্টালের প্রথম পাতায় ১৫ দিনে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত মাত্র ৬-৭ সংবাদ একাধিক পোর্টালে পাওয়া গেছে। নারীর প্রতি যে গতানুগতিক অধস্তন দৃষ্টিভঙ্গি রয়েছে তার প্রতিফলন অনলাইন পোর্টালগুলোতেও দেখা যায়। এছাড়া, বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা গেছে, অনেক ধরনের পর্নো ছবির ব্যবহার। অনেক ক্ষেত্রে সংবাদ শিরোনাম এবং ভেতরের সংবাদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। দেখা যায়, শিরোনামগুলোতে এমন শব্দ ও বাক্য ব্যবহার করা হয় যা নারীর প্রতি অধস্তন নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। যেখানে অনেক পাঠককে বিশেষভাবে উত্তেজিত করার চেষ্টা থাকে। কিন্তু ভেতরের লেখনীতে ততটা নেতিবাচক শব্দ পাওয়া যায়নি। এছাড়া, বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা গেছে, অনেক ধরনের পর্নো ছবির ব্যবহার। এছাড়া কোন কোন অনলাইন পোর্টালে বিশেষ করে স্বনামধন্য মূলধারার কিছু নিউজ পোর্টাল ও অনলাইন নিউজ পোর্টাগুলোতেও গুগল এ্যাড নামে বিজ্ঞাপন থাকে। সেখানে কিছু সময়ের জন্য যে বিজ্ঞাপনগুলো আসে তাতে নারীর প্রতি বিকৃত নেতিবাচক উপস্থাপন দেখা যায়। এছাড়া জনপ্রিয় পোর্টালগুলোতে ইউ মে লাইকের মতো কিছু শিরোনাম থাকে, যেখানে স্পন্সর কনটেন্ট পাওয়া যায় যেখান থেকে পর্নোর স্পন্সর সাইটে চলে যাওয়ার সুযোগ থাকে। এ সমীক্ষাটির জন্য ১১টি অনলাইন নিউজ পোর্টাল নেয়া হয়। বিডি নিউজ টুয়েন্টিফোরকে নেয়া হয়েছে পাইয়োনিয়ার নিউজ পোর্টাল হিসেবে। নিউজ পোর্টালগুলোর ধরনের ক্ষেত্রেও কিছু ভিন্নতা রয়েছে যে কারণে প্রতিনিধিত্বকারী যেন হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। মোট ১৭টি নিউজ পোর্টালে নারীর উপস্থাপন বিশ্লেষণ করা হয়েছে। উল্লেখ্য, সমীক্ষাটি চলাকালে শীর্ষ নিউজ এবং বাংলা মেইল টুয়েন্টিফোর ডট কম এই দুটি নিউজ পোর্টাল বন্ধ হয়ে যায়। যে পত্রিকাগুলোর নিউজ পোর্টাল পর্যালোচনা করা হয়েছে সেগুলোর মধ্যেÑ মূলধারার বাংলা ও ইংরেজী পত্রিকা ৬টি। ১. দৈনিক প্রথম আলো, ২. দৈনিক ইত্তেফাক, ৩. দৈনিক মানবজমিন, ৪. ডেইলি স্টার, ৫. নিউ এইজ এবং ৬. ঢাকা ট্রিবিউন। অনলাইন পোর্টালগুলোর ১১টি: ১. বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম, ২. বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম, ৩. শীর্ষ নিউজ টুয়েন্টিফোর ডটকম, ৪. জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম, ৫. বাংলা মেইল টুয়েন্টিফোর ডটকম, ৬. দ্যা রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, ৭. রাইজিং বিডি ডটকম, ৮. ঢাকা টাইমস ডটকম, ৯. ক্রাইম এক্সপ্রেস/অপরাধ চোখ, ১০. বাংলা ট্রিবিউন ডটকম, ১১. ব্রেকিং নিউজ টুয়েন্টিফোর ডটকম। অনলাইন পত্রিকার সঙ্গে যুক্ত কয়েকজন সাংবাদিক বলেন, আমাদের দেশে অসংখ্য অনলাইন অশ্লীল নিউজ প্রকাশে কোনো রকম বিধিনিষেধ মানে না। তারা অবাধে নিউজের নামে রীতিমতো পর্নো প্রকাশ করে চলেছে। অনেকে আবার এসব নিউজ প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করে। বেলা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোর্টালগুলোর নিউজও পরিবর্তন হয়। দিনের বেলা পোর্টালগুলোতে একটা বা দুটি পর্নো নিউজ পাওয়া যায়। অন্যদিকে একই পোর্টালগুলোতে পর্নো নিউজ প্রকাশের ক্ষেত্রে গভীর রাতকে বেছে নেয়া হয়। ফলে দিনের বেলায় সেসব নিউজগুলো নিউজ সাইটে থাকে না। নারীর প্রতি ক্রমবর্ধমান এই সহিংসতার পেছনে পর্নোগ্রাফি যে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির চিত্র দেখেই তা অনুধাবন করা যায়। কারণ, পর্নোগ্রাফির সহজলভ্যতায় বিভিন্ন বয়সের পুরুষেরা অনেক সময় এই ঘৃন্য অপরাধ করে থাকে। বর্তমানে তরুণ প্রজন্ম প্রযুক্তির ওপর অনেক বেশি নির্ভর। স্মার্টফোনের বদৌলতে তারা যে কোন মুহূর্তে চাইলেই সংবাদ পড়তে পারে। আর এই ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে অনলাইন নিউজ পোর্টাল। যেগুলোর অধিকাংশই পর্নো সাইটে ঢোকার একটি মাধ্যম হিসেবে কাজ করে থাকে। যার ফলে তরুণ প্রজন্মের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এ সমীক্ষাটি পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদ কিছু সুপারিশ রখেছেন। যেমনÑ অনলাইনসমূহ পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন; অনলাইন পোর্টালগুলোর জেন্ডার সংবেদনশীর নীতিমালা থাকা এবং এ সংক্রান্ত প্রশিক্ষণ ব্যবস্থা থাকা দরকার; অনলাইন সংবাদমাধমে যৌন ও সহিংসতামূলক তথ্য প্রদান বন্ধের লক্ষ্যে মনিটরিং সেল গঠন এবং নিয়মিত এর কার্যক্রম পর্যালোচনা দরকার; তথ্যপ্রযুক্তি ব্যবহারে তরুণী ও অভিভাবকদের সতর্ক থাকার লক্ষ্যে সচেতনতা সৃষ্টির কর্মসূচী গ্রহণ করতে হবে; মোবাইল বা কম্পিউটারে পর্নোর ব্যবহার বন্ধের জন্য সরকারের সঙ্গে লবি করতে হবে; প্রযুক্তিগত অপব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচী গ্রহণ করতে হবে; এই বিষয়ে মহিলা পরিষদসহ অন্যান্য নারী ও মানবাধিকার সংগঠনকে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা দরকার।
×