ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

পথে প্রান্তরে...

প্রকাশিত: ০৫:২১, ১০ মার্চ ২০১৭

পথে প্রান্তরে...

সবুজ শ্যামল প্রকৃতি ও ষড় ঋতুর এই দেশ। বাংলাদেশ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন রূপে দেখা দেয় আমাদের প্রকৃতি। ঋতু বৈচিত্র্যের এ খেলার ধারাবাহিকতায় শীতের শেষ আর বসন্তের শুরুতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য আপনার মনকে ভরিয়ে দেবে। এবার সিলেটে ঘুরতে গিয়ে সন্ধান পেলাম সেই রকম এক দৃশ্যের। বলছি সিলেট শহর থেকে খুব কাছের পথ কামাল বাজারের কথা। রাতের ট্রেনে ঢাকা থেকে সকালে সিলেটে এসে পৌঁছাই, পরে শহরের মনিপুরি বাজার ঘুরে বিকেলে বের হই কামাল বাজার এর দিকে। আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি পথে দেখা মিলল মায়াবতী সুরমা নদীর অসাধারণ রূপ। ছোট ছোট ডিঙ্গি নৌকা করে মাছ ধরছে নাম না জানা মাঝি। আমাদের গাড়ি এগিয়ে চলছে রেললাইন এর পাশ বেয়ে। রেললাইনে এর আঁকাবাঁকা পথের দৃশ্য মনকে নাড়িয়ে দেয়। আমরা গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটা শুরু করলাম এদিকে সূর্য মামা তার রক্তিম বর্ণ প্রদর্শন করে বেশ মায়াবি রূপ ধারণ করেছে। রেললাইন ধরে হাঁটছি আর নতুন স্থানের সব কিছুকে দেখছি প্রখর দৃষ্টিতে বেশ মনোযোগের সঙ্গে। আমাদের গাড়ির পাইলট মনে করিয়ে দিলেন আমাদের গন্তব্যের কথা। অর্থাৎ কামাল বাজার এ যেতে হলে এখনই যেতে হবে তাই আবার আমরা গাড়িতে চেপে রওনা দিলাম গন্তব্যের। কামাল বাজার ঢোকার পর থেকেই দেখলাম দু’পাশটাতেই একাধারে আমাদের সঙ্গে দিগন্ত ছোঁয়া সরিষা ক্ষেত। এলোমেলো রাস্তা। বয়েসী বটের সারি। বিস্তীর্ণ ও নিস্তব্ধ মাঠ। প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে সরিষা ফুলের মাতাল করা ঘ্রাণ। অসাধারণ এক অনুভূতি যে দিকে তাকাই হলুদ আর হলুদ সরিষা ফুলের গন্ধ মনকে ভরিয়ে দেবে। সে মাদকতার টানেই মৌমাছিদের আনাগোনা চারি ধারে। মাঝে মাঝে দেখা যায় বক পাখিদের নির্মল বাতাসে ঘুরে বেড়ানো। হঠাৎ করে দেখি হলুদের ভেতর থেকে বের হয়ে আসছে ছোট্ট একটি বাচ্চা। কৌতূহল বসে জিজ্ঞেস করলাম কি করছ এখানে ও বলল প্রজাপতি ধরি দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল। কিছুদূর যাবার পর দেখলাম গৃহবধূ সরষে ক্ষেতে কাজ করছেন। সরষে ক্ষেতের হলুদ রং যেন আকাশে মিশেছে, সঙ্গে কঁচি সরষে ফুল দুলছে মিষ্টি হাওয়ায়। যত সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখা মিলছে হলুদ গালিচায় মোড়ানো ফসলের ক্ষেত। এভাবেই আমরা সরষে ফুলের প্রেমে পড়ে রয়েছিলাম প্রায় এক ঘণ্টা। বলে রাখা ভাল সরিষা বাংলাদেশের অন্যতম প্রধান তৈল বীজ ফসল। এর ইংরেজী নাম গঁংঃধৎফ ও বৈজ্ঞানিক নাম ইৎধংংরপধ ংঢ়ঢ়. সরিষার তেল শহর গ্রাম সবখানে খুবই জনপ্রিয়। আমাদের দেশের অনেক জমিতে সরিষার চাষ হয়ে থাকে। এই চাষ করা সরিষা থেকে প্রতিবছর প্রায় আড়াই লাখ টন তেল পাওয়া যায়। আমাদের দেশের গ্রামের অধিকাংশ মানুষ ভোজ্য তেলের জন্য সরিষার ওপর নির্ভর করে। সরিষা ক্ষেতে ভ্রমণের সবচেয়ে ভাল সময় খুব সকাল কিংবা বিকেল। কাছে কিংবা দূরে, যে দিকেই বেড়াতে যান না কেন সরিষার রাজ্যে ভ্রমণে যেতে নিজস্ব কিংবা ভাড়া করা কোন গাড়ি নেওয়া উচিত। খরচ কমাতে কয়েকজন মিলে একটি গাড়ি ভাড়া করে নিন। তাহলে ইচ্ছেমতো ভালোলাগা যে কোন জায়গাতেই থেমে যেতে পারবেন। পথের ঠিকানা : সিলেট শহর থেকে কামাল বাজার সিএনজি অথবা গাড়ি ভাড়া করে যেতে হবে। ভাড়া ৫০০ টাকা থেকে ১০০০ টাকা।
×