ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টাইলিশ পোশাক ডেনিম

প্রকাশিত: ০৫:১৭, ১০ মার্চ ২০১৭

স্টাইলিশ পোশাক ডেনিম

ফ্যাশন মানেই ডেনিম। প্রতিষ্ঠানটি তাদের কাপড়ের মান এবং ডিজাইন দিয়ে ক্রেতাদের মন জয় করেছে। তাই ডেনিম কাপড়ের প্যান্ট, শার্ট বা স্কাট চিরকালীন ফ্যাশন। সে নারী হোক বা পুরুষ, ফ্যাশনে ডেনিম কখনও পুরনো হয় না। এখন শুধু সেই ফ্যাশনে যোগ হয়ে চলেছে নিত্যনতুন ট্রেন্ড। সাজসজ্জায় বিশেষত্ব আনতে নারী ও পুরুষের জন্য থাকছে তেমন কিছু নতুন ট্রেন্ড- পুরুষদের ডেনিম স্টাইল -পুরুষদের ফ্যাশনে ডেনিম জিন্স সবসময় টপ ফ্যাশনে। বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা প্রেমিকার সঙ্গে দেখা, ডেনিমের সঙ্গে পরে নিন গ্রাফিক টি-শার্ট আর পায়ে ক্যানভাস জুতো। ক্যাজ্যুয়াল ও সুন্দর দেখাবে। -অফিসে ক্যাজ্যুয়াল পোশাক পরে যেতে চাইলে বেছে নিন মাঝারি নীল রঙের জিন্স, সঙ্গে পছন্দসই টি-শার্ট। - ডিসট্রেসড জিন্স পুরুষদের ফ্যাশনে এখন নতুন ট্রেন্ড। জিন্সের সঙ্গে টি-শার্ট ও পায়ে স্নিকার্সই এখন ফ্যাশন। -যে কোনও অনুষ্ঠান হোক বা ঘুরতে যাওয়া, রিপড জিন্স পরতে পারেন। রিপড জিন্সের পরিপাটি সাজে আপনাকে দেখাবে হ্যান্ডসাম। নারীদের জন্য ডেনিম স্টাইল - একটি ফিট ডেনিম ওয়ার্ড্রোবে থাকা চাই মাস্ট। যখন-তখন টপ বা কুর্তির সঙ্গে পরতে পারবেন। - কটন লাইক্রা ফ্যাব্রিকের জিন্স এখন ফ্যাশনে নতুন ট্রেন্ড। ক্রপটপের সঙ্গে এই জিন্স ভাল মানায়। পার্টি বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার জন্য মানানসই পোশাক। -ফ্যাশন ডেস্ক
×