ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র আদনান হত্যায় আরও তিন তরুণ গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫১, ১০ মার্চ ২০১৭

স্কুলছাত্র আদনান হত্যায় আরও তিন তরুণ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত সন্দেহে আরও তিন তরুণকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ রাজিন (১৯), শাকিল সরকার (১৯) ও ফখরুল ইসলাম (১৯)। বধুবার গভীর রাতে উত্তরা ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা এ তিনজনের নাম জানিয়েছিল। এর প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। হত্যাকা-ের সময় সিসিটিভি ফুটেজেও তাদের দেখা গেছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র কিশোর আদনান কবীর খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। আদনান হত্যায় জড়িত সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজন কিশোর-তরুণকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছে। উত্তরায় গড়ে ওঠা কিশোর-তরুণদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে আদনান খুন হয় বলে ধারণা পুলিশের। ওপিসিডব্লিউর চেয়ারম্যান হলো বাংলাদেশ কূটনৈতিক রিপোর্টার ॥ রাসায়নিক অস্ত্রনিরোধী আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এ পদে এবারই প্রথম নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান হয়। বিবৃতিতে বলা হয়, ওপিসিডব্লিউ’র চেয়ারম্যান নির্বাচিত হওয়া কূটনীতির ক্ষেত্রে এটি একটি ‘বড় অর্জন’। রাসায়নিক অস্ত্রনিরোধ সনদ কার্যকর করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে ওপিসিডব্লিউ। নেদারল্যান্ডসের হেগভিত্তিক সংস্থাটিতে বর্তমানে ১৮৯টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই পদে বাংলাদেশ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওপিসিডব্লিউ’র স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ বেলাল দায়িত্ব পালন করবেন। ওপিসিডব্লিউ’র নতুন নির্বাহী পরিষদের মেয়াদ ২০১৭ সালের ১২ মে থেকে ২০১৮ সালের ১১ মে পর্যন্ত। এই সময় পর্যন্ত বাংলাদেশ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। নেদারল্যান্ডসের হেগে বুধবার ওপিসিডব্লিউ’র ৮৪তম নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ এই পদে দায়িত্ব লাভ করে। সূত্র জানায়, ওপিসিডব্লিউ জাতিসংঘের সংস্থা না হলেও নীতিগত বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে এ দুই প্রতিষ্ঠানের। কোন দেশে রাসায়নিক অস্ত্রের বিষয়ে পরিদর্শন বা পর্যবেক্ষণের প্রয়োজন হলে জাতিসংঘ ওপিসিডব্লিউ’র সহায়তা নেয়। এ বিষয়ে ২০০০ সালে একটি চুক্তিও করে দুই সংস্থা। রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার পায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি উল্লেখযোগ্য মাত্রায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়। ১৯২৫ সালে জেনেভা সনদের মাধ্যমে এ ধরনের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু তারপরও রাসায়নিক অস্ত্র উৎপাদন ও মজুদ করার সুযোগ থেকেই যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেই ব্যাপক গণহত্যা চালান। ১৯৯২-৯৩ সালে আরেক সনদের মাধ্যমে রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও মজুদও নিষিদ্ধ করা হয়, যা কার্যকর হয় ১৯৯৭ সালে। তারপর থেকেই ওপিসিডব্লিউ তদন্ত চালিয়ে এবং মজুদ ধ্বংসের মাধ্যমে রাসায়নিক অস্ত্র নিরোধে ভূমিকা রেখে আসছে। চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মমতাজ আলী (৪৮) নামের এ হাজতির বাড়ি সীতাকু- উপজেলায়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। কারাগার সূত্রে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজতি মমতাজ। এরপর সকালে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পেশায় তিনি ছিলেন একজন ফার্নিচার ব্যবসায়ী। চেক জালিয়াতি মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
×