ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ মার্চ উপলক্ষে রোমে আলোচনা সভা

প্রকাশিত: ০৪:৫০, ১০ মার্চ ২০১৭

৭ মার্চ উপলক্ষে রোমে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ইতালি আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় রোমের তরপিনাত্তারার ৬ নং কমুনের হলে আয়োজিত ওই আলোচনা সভায় সর্বইউরোপীয় আওয়ামী লীগ ও ইতালি আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা যোগ দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহাম্মদ ঢালী। প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সহ-সভাপতি কে.এম লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম কিবরিয়া। সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজী, আব্দুর রউফ ফকির, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ ফরিদ, মিয়া সেলিম, সৈয়দ মহিউদ্দিন, নুরুল আমিন ও ছইয়াল নাইম। -বিজ্ঞপ্তি। আজ ঢাবি সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী আজ ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে আয়োজনকে রাঙিয়ে দিতে মাস্টারদা সূর্য সেন হলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে টিএসসিতে প্রাক্তনদের গিফ্ট বক্স দেয়া হবে। ১০ মার্চ শুক্রবার সকাল ৮ টা থেকে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। সকাল ১০টায় টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
×