ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

ইডেন কলেজে রিডিং রুম থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৯, ১০ মার্চ ২০১৭

ইডেন কলেজে রিডিং রুম থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ইডেন কলেজের এক ছাত্রীসহ দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এদিকে মৎস্য ভবন মোড়ে চলন্ত বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইডেন মহিলা কলেজের একটি হলের রিডিং রুম থেকে জান্নাতুল ফেরদৌস জীবন (২৩) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না বাঁধা অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হল সুপার ফেরদৌসী বেগম জানান, জান্নাতুল ফেরদৌস জীবন রসায়ন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের ২১০ নম্বর কক্ষে থাকতেন। সকালে দোতলায় হলের রিডিং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না বাঁধা অবস্থায় জান্নাতুল ফেরদৌসের ঝুলন্ত লাশ দেখতে পান ছাত্রীরা। পরে তারা বিষয়টি কর্মচারীদের জানায়। কর্মচারীরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বললে তারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ নামায়। শিক্ষার্থীরা জানান, জীবন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পাপিয়া প্রিয়ার অনুসারী ছিলেন। তার মৃত্যুর পেছনে কোন কারণ আছে কি না, তা তিনি জানতে পারেন। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, জান্নাতুলের বাবার নাম জয়নাল আবেদিন। গ্রামের বাড়ি দিনাজপুরের চিবিরবন্দর এলাকায়। জীবন আত্মহত্যা করেছে কি না, তা লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে। তদন্ত করা হচ্ছে। এদিকে রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের মণিপুর এলাকার সোনিয়া আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবা আবদুল মজিদ জানান, সোনিয়া স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ভাইবোনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে বড় ভাই ওহিদুলের সঙ্গে অভিমান করে নিজ রুমে দরজা বন্ধ করে সোনিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুঘর্টনায় ছাত্রের মৃত্যু ॥ রাজধানীর মৎস্য ভবন মোড়ে চলন্ত বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে সাজেদিস সালেহীন শুভ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শুভ ধানম-ির ব্রিটিশ কাউন্সিলের এ- লেভেলের ছাত্র ছিল। তার বাবার নাম শাহ আলম সরকার শানু। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারঘর গ্রামে। খিলগাঁও দক্ষিণ গোড়ানের ২৩২ নম্বর বাড়িতে ভাড়া থাকত। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবরাজ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মৎস্য ভবন মোড়ে রংধনু পরিবহনের একটি বাসে উঠার চেষ্টা করে শুভ। এ সময় চলন্ত বাসে হাতল থেকে হাত ফসকে নিচে পড়ে যায় শুভ। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরে চালকসহ বাসটি আটক করে থানায় আনা হয়েছে।
×