ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ১-৫ মিসর, মালয়েশিয়া ৫-২ শ্রীলঙ্কা, চীন ১৭-০ ফিজি, ওমান ৪-৩ ঘানা

সেমিতে খেলার স্বপ্ন ধূলিসাত বাংলাদেশের

প্রকাশিত: ০৪:৪১, ১০ মার্চ ২০১৭

সেমিতে খেলার স্বপ্ন ধূলিসাত বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্ন ছিল সেমিতে যাবার। যদিও বাস্তবতা ছিল বড়ই কঠিন। অবশেষে বাস্তবতাই জয়ী হলো। হেরে গেল বাংলাদেশ। তাও শোচনীয়ভাবে। ‘ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-২’র চতুর্থ কোয়ার্টার ফাইনালে মিসরের কাছে ৫-১ গোলে হেরে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বিশ্বের ২০তম র‌্যাঙ্কিংয়ের দেশ মিসরের সঙ্গে কৌশল, গতি এবং গোলস্কোরিংয়ে ... সবকিছুতেই যোজন ব্যবধানে পিছিয়ে ছিল স্বাগতিক দল। এ হারের ফলে শনিবার সকাল সোয়া ৯টায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জিতলে পঞ্চম স্থানের জন্য লড়াই করবে তারা। আর হারলে সপ্তম হওয়ার লড়াইয়ে নামবে। শনিবার আরও মুখোমুখি হবে সকাল সাড়ে ১১টায় ঘানা-ফিজি (পঞ্চম স্থান নির্ধারণী), দুপুর পৌনে ২টায় মালয়েশিয়া-মিসর (সেমিফাইনাল) এবং বিকেল ৪টা ৫ মিনিটে ওমান-চীন (সেমিফাইনাল)। এছাড়া বৃহস্পতিবার কোয়ার্টারের অন্য ম্যাচগুলোতে মালয়েশিয়া ৫-২ গোলে শ্রীলঙ্কাকে, চীন ১৭-০ গোলে ফিজিকে এবং ওমান ৪-৩ গোলে ঘানাকে হারায়। ফলে সেমিতে উঠলো মালয়েশিয়া, চীন, ওমান এবং মিসর। ওমানের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারাটাই কাল হয়ে থাকল জিমিবাহিনীর জন্য। কেননা বৃহস্পতিবার কোয়ার্টারে ঘানাকে হারিয়ে তারা নাম লিমিয়েছে শেষ চারে। অথচ ওমানের বিপক্ষে জিততে পারলে সেমিতে প্রতিপক্ষ হিসেবে ঘানাকেই পেত বাংলাদেশ। যদিও র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মিসরের সঙ্গে জেতাটা কঠিনÑ এমনটা অনুমেয়ই ছিল। ২০০১ সালে চ্যালেঞ্জ কাপে একবার মিসরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তারপরও নীল নদের প্রাচীন সভ্যতার এই দেশটিকে হারানোর ক্ষীণ হলেও একটা আশা ছিল লাল-সবুজদের। কিন্তু সেই আশা চূর্ণ হয়ে গেল বৃহস্পতিবার। বৃহস্পতি আর তুঙ্গে থাকল না অলিভারের শিষ্যদের। ৪ মিনিটে আমরা সাইদের পুশ, আতিফ করিমের স্টপের পর মাহমুদ মামদুহের ড্র্যাগ ঠাঁই নেয় পোস্টে। এগিয়ে যায় মিসর (১-০)। ১৭ মিনিটে হুসাম গাবরান ও আমর সাইদ ওয়ান-টু করে ভেদ করেন বাংলাদেশ ডিফেন্স। পোস্টের সামনে ছিলেন গোলরক্ষক জাহিদ হোসেন ও ডিফেন্ডার ইমরান পিন্টু। তাদের দু’জনের পায়ের মাঝ দিয়ে বল পোস্টে ঠেলে দেন আমর সাইদ (২-০)। ১৯ মিনিটে সারোয়ারের চমৎকার স্টিওয়ার্কের পর মাইনুল ইসলাম কৌশিক বল পেয়ে যান ফাঁকায়, বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো পুশে করেন বাংলাদেশের প্রথম গোল (১-২)। ২৯ মিনিটে দ্রুতগতির একটি পাল্টা আক্রমণে মিসরের তৃতীয় গোলটি করেন জামাল আহমেদ। অধিনায়ক আমর আল হাদীর থ্রু পাস থেকে ফ্লিক করে গোলটি করেন এই মিডফিল্ডার জামাল (৩-১)। ৪৯ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আমর সাইদ। সহযোগী মিডফিল্ডার এলনাগার আহমেদ ও আমরের কম্বিনেশনে পরাস্ত হয় বাংলাদেশের ডিফেন্স (৪-১)। ৫৫ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে হাসান মোহাম্মদ স্কোরলাইন ৫-১ করে জয় নিশ্চিত করে ফেলেন মিসরের। সেই সঙ্গে দুমড়ে মুচড়ে যায় বাংলাদেশের স্বপ্ন। অবসরের ঘোষণা জাবি এ্যালানসোর স্পোর্টস রিপোর্টার ॥ সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাবি এ্যালানসো। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন বেয়ার্ন মিউনিখের স্প্যানিশ মিডফিল্ডার। অবশ্য টুইটারে দেয়া এ্যালানসোর বিদায়বার্তা নিয়ে রহস্য আছে বলে শোনা যাচ্ছে। এর আগেও শোনা গিয়েছিল, ফিলিপ লামের সঙ্গে মৌসুম শেষে অবসর নিতে পারেন এ্যালানসো। তবে এখনও কিছুই অফিসিয়ালি জানান হয়নি। অবসর প্রসঙ্গে বেয়ার্নের ওয়েবসাইটে এ্যালানসো বলেন, এটা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমি মনে করি এটাই সঠিক সময়। সবসময়ই ভেবেছি দেরি করার চেয়ে আগেই সরে যাওয়া উত্তম। আমি এখনও ভাল অনুভব করছি। কিন্তু আমার বিশ্বাস এটাই সঠিক মুহূর্ত। সর্বোচ্চ লেবেলে থেকে নিজের ক্যারিয়ার শেষ করতে চাই। বেয়ার্নই সর্বোচ্চ লেবেল। বেয়ার্নের হয়ে খেলতে পেরে এবং এ পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত।
×