ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিটিজেনদের রুখে দিল স্টোক সিটি

প্রকাশিত: ০৪:৪০, ১০ মার্চ ২০১৭

সিটিজেনদের রুখে দিল স্টোক সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ তুলনামূলক খর্বশক্তির দল স্টোক সিটির বিপক্ষে জয় পেলেই টটেনহ্যাম হটস্পারকে টপকে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা চেলসির সঙ্গে পয়েন্ট ব্যবধানটা কমে দাঁড়াবে আটে। ঘরের মাঠে স্টোক সিটিকে আতিথ্য দেয়ার আগে এমন স্বপ্নই হয়ত বুনছিলেন ম্যানচেস্টার সিটির ভক্ত-অনুরাগীরা। কিন্তু বুধবার ইত্তিহাদ স্টেডিয়ামে হোঁচট খেয়েছে সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লীগে নবম স্থানে থাকা স্টোক সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে পেপ গার্ডিওলার শিষ্যরা। এদিন রীতিমতো হতাশ করেছে সিটির আক্রমণভাগ। সবধরনের প্রতিযোগিতায় মিলিয়ে এর আগের তিন ম্যাচে ১২টি গোল করা দলটি সমর্থকদের সামনে এদিন তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি গার্ডিওলার শিষ্যরা। এই ম্যাচে ড্র করায় লীগ টেবিলের তিন নাম্বারেই থাকতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। মৌসুমের প্রথম ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৫৬। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে যথারীতি চেলসি। গত মৌসুমের শেষেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গার্ডিওলা। শুরুটা দারুণভাবে করলেও মাঝপথেই থেমে যায় তার জয়রথ। এই মুহূর্তে স্প্যানিশ কোচকে চাপের মধ্যে রাখছে ব্যস্তসূচী। কেননা আগামী শনিবারই যে এফএ কাপে আবার মিডলসবরোর বিপক্ষে ম্যাচ। এখানেই শেষ নয়, এরও চারদিন পর আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্রতিপক্ষ মোনাকো। সবমিলিয়ে মার্চের প্রথম ১৫ দিনে পাঁচটা ম্যাচ খেলতে হচ্ছে সিটির। খেলোয়াড়রা তো অবশ্যই, কোচেরও ক্লান্ত হয়ে যাওয়ার কথা। এমন ঠাসা সূচীতে সেরাটা দেয়া যায় নাকি। কিন্তু সিটির কোচ গার্ডিওলার এ নিয়ে কোন অভিযোগ নেই। অভিযোগের বদলে গার্ডিওলা খুঁজে নিচ্ছেন এর ইতিবাচক দিকটা, ‘আমার ভালই লাগছে। টুর্নামেন্টের বাইরে চলে যাওয়ার চেয়ে টিকে থাকাটাই আমার বেশি পছন্দের।’ সূচী নিয়ে চিন্তা-ভাবনার দায়িত্ব কর্তৃপক্ষের হাতেই ছেড়ে দিতে চান সাবেক এই বার্সিলোর অভিজ্ঞ কোচ। তার মতে, ‘আসলে এসব নিয়ম-কানুন বা কে কয়টা ম্যাচ খেলবে, এসব নিয়ে আলোচনা করার সঠিক লোক আমি নই। যদি সূচীতে থাকে যে আমাদের সোম, মঙ্গল, বুধ টানা খেলতে হবে, আমরা তা-ই খেলব।’ এদিকে ম্যানচেস্টার সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও এই মুহূর্তে স্বস্তিতে রয়েছে। আর তার পেছনের নায়ক অবশ্য জ¬াতান ইব্রাহিমোভিচ। গত মৌসুমের শেষেই যিনি মাত্র এক বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে ওল্ডট্র্যাফোর্ডে নতুন করে ঠিকানা গড়ার পর ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন সুইডিশ স্ট্রাইকার। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে মুগ্ধ-বিমোহিত করেছেন ইউনাইটেডের ভক্ত-অনুরাগীদের। যে কারণেই তাকে রেখে দিতে চায় ম্যানইউ। কিন্তু এই সময়ের মধ্যেই ইব্রাহিমোভিচকে পেতে মরিয়া হয়ে উঠেছে এলএ গ্যালাক্সি। ইব্রাকে পেতে মেজর লীগ সকারের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক দিতেও রাজি তারা। ২০১৬ সালে রেকর্ড ৭.১৬৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ওরল্যাল্ডো সিটিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা কাকা। এখন পর্যন্ত সেটাই এমএলএসের রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিক। এবার সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ার সুযোগ ইব্রাহিমোভিচের। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা, জুভেন্টাস, চেলসি, পিএসজির মতো ক্লাবে খেলার পর এখন ইউনাইটেডের প্রতিনিধিত্ব করছেন ইব্রাহিমোভিচ। বয়সে পঁয়ত্রিশকে ছাড়িয়ে গেলেও রেড ডেভিলসদের জার্সিতে রীতিমতো উড়ছেন তিনি।
×