ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলি-স্মিথ শাস্তি না পাওয়ায় ক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৯, ১০ মার্চ ২০১৭

কোহলি-স্মিথ শাস্তি না পাওয়ায় ক্ষোভ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই এখন বাড়তি উত্তেজনা। কারণ র‌্যাঙ্কিংয়ের সেরা দুটি দল তারা। দু’দলের সিরিজে এবার আরও বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছে মূলত দীর্ঘ ১৯ টেস্টের পর অস্ট্রেলিয়ার কাছে এক নম্বর দল ভারত হেরে যাওয়াতে। প্রথম টেস্টে মাত্র তিনদিনেই সফরকারী অসিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারতীয় দল। আর দ্বিতীয় টেস্টে ৪ দিনে জিতে গেছে ভারত। ব্যাঙ্গালুরুতে হওয়া দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাক-বিত-ায় জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোন ব্যবস্থাই নেয়নি, শাস্তি পাননি উভয় অধিনায়কের কেউ। এটিকে ক্রিকেটে অরাজকতার শামিল বলেই মনে করছেন সবাই। বিশেষ করে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো আইসিসির মু-ুপাত করে যাচ্ছে। আর সাবেক অনেক ক্রিকেটারই এটিকে আইসিসির দৈন্যতা বলে অভিহিত করেছেন। দ্বিতীয় টেস্টেও জয়ের দারুণ সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ভারতীয় স্পিনারদের সামাল দিতে পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। মাত্র ১৮৮ রানের লক্ষ্য ছুঁতে পারেনি, হেরে গেছে ৭৫ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় অসি অধিনায়ক তার বিরুদ্ধে দেয়া এলবিডব্লিউ’র বিরুদ্ধে রিভিউ নেবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। ওই সময় নিয়ম বহির্ভূতভাবে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে থাকেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কোহলি। তিনি রেগেমেগে আম্পায়ার নাইজেল লংয়ের কাছে অভিযোগ করেন। পরে স্মিথ রিভিউ না নিয়েই সাজঘরের দিকে হাঁটা দেন। স্মিথ নিয়ম ভেঙ্গে ড্রেসিংরুমের দিকে তাকিয়েছেন আর কোহলি আম্পায়ারের সঙ্গে যে আচরণ করেছেন সেটা বিধিবহির্ভূত। স্বাভাবিকভাবেই তাদের আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পাওয়ার কথা। কিন্তু আইসিসি পরে জানায়, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থদিনে যা ঘটেছে সেটা আইসিসি তদন্ত করেছে। আমাদের মতে, এখানে আইসিসির কোন আচরণবিধি ভঙ্গ হয়নি। তাই বিরাট ও স্টিভেনের কেউই শাস্তি পাবেন না। আমরা দু’দলকেই পরবর্তী খেলায় মনোযোগ দেয়ার জন্য উৎসাহিত করছি।’ আইসিসির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক তারকারা। এমনকি ক্রিকেট বিশ্লেষকরা এটাকে ক্রিকেট বিশ্বে অরাজক পরিস্থিতির সৃষ্টি বলে দাবি করেছেন। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম আইসিসিকে ‘মেরুদ-হীন’ বলেও সম্বোধন করেছে। কারণ স্মিথ নিজেই পরে স্বীকার করেছেন তিনি ভুল করেছিলেন, তবে সেটা মস্তিষ্কের ক্ষণিক অচলাবস্থায়। সাবেক ভারতীয় উইকেটরক্ষক সাবা করিম এ বিষয়ে বলেন, ‘আইসিসির বিবৃতিটা উদ্ভট। কেন আইসিসির কেউ কোহলির বিষয়ে কথা বলল? সে তো কোন ঘটনার সঙ্গেই জড়িত ছিল না। কোহলি শুধু স্মিথের ত্রুটিটা আম্পায়ারদের কাছে ধরিয়ে দিয়েছে।’ সাবেক ভারতীয় ওপেনার চেতন চৌহানও বলেন, ‘আমি খুবই বিস্মিত আইসিসির সিদ্ধান্তে। যেখানে স্মিথের দোষটা সবার কাছে পরিষ্কার তারপরও কেন তিনি শাস্তি পেলেন না?’ সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এ বিষয়ে বলেন, ‘শুধু কিছু দেশের জন্য আইসিসির আইন শিথিল হবে এটা কখনও মানা যায় না।’
×