ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডুনেডিন টেস্ট

কেন উইলিয়ামসনের ব্যাটে জবাব দিচ্ছে কিউইরা

প্রকাশিত: ০৪:৩৬, ১০ মার্চ ২০১৭

কেন উইলিয়ামসনের ব্যাটে জবাব দিচ্ছে কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমদিন একাই লড়েছিলেন ডিন এলগার। তার ১৪০ রানের ইনিংসে ভর দিয়ে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩০৮ রানে থেমেছে সফরকারীরা। ডুনেডিনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয়দিন স্বাগতিক নিউজিল্যান্ডের হয়ে একাই লড়ে যাচ্ছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার অপরাজিত ৭৮ রানে দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে কিউইরা। এখনও ১৩১ রানে পিছিয়ে আছে তারা। উইলিয়ামসনের সঙ্গে আছেন জিতান প্যাটেল। তবে কিউইদের বড় দুঃশ্চিন্তা ব্যাটিংয়ের সময় আঘাত পেয়ে অভিজ্ঞ রস টেইলরের মাঠ ছেড়ে যাওয়া। আগেরদিন ৪ উইকেটে ২২৯ রানে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ১২৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এলগার। ৩৮ রান নিয়ে তার সঙ্গে লড়ছিলেন টেমবা বাভুমা। এ দু’জন ১০৪ রানের জুুটি গড়েন। বাভুমা ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক হাঁকান। অবশ্য এর আগেই বিদায় নেন এলগার। তিনি ২৯৯ বলে ২৪ চারে ক্যারিয়ার সেরা ১৪০ রান করে বিদায় নেন। বাভুমাকে অবশ্য পরে আর কেউ বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। কিউই পেসাররা দাপট দেখান। শেষদিকের ব্যাটসম্যানরা প্যাটেলের স্পিনের কাছে অসহায় হয়ে যান। বাভুমাও দীর্ঘক্ষণ ধৈর্যের সঙ্গে খেলে ১৬৪ বলে ১০ চারে ৬৪ রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৩০৮ রানেই শেষ হয় প্রোটিয়াদের প্রথম ইনিংস। ট্রেন্ট বোল্ট ৪টি, নেইল ওয়াগনার ৩টি ও প্যাটেল ২টি উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার টম লাথামকে হারিয়ে বসে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে দারুণ খেলছিলেন জিত র‌্যাভাল ও উইলিয়ামসন। ১০২ রানের জুটি গড়ে ওঠে দু’জনের মধ্যে। র‌্যাভার ১০২ বলে ৫২ রান করার পর সাজঘরে ফেরেন কেশব মহারাজের স্পিনে। তবে উইলিয়ামসন লড়াই চালিয়ে যান অভিজ্ঞ রস টেইলরকে সঙ্গে নিয়ে। কিন্তু ইনিংসের ৪৩তম ওভারে দুর্ভাগ্য নেমে আসে কিউই শিবিরে। কাফ মাসলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন টেইলর। এরপর হেনরি নিকোলস নামলেও তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। মহারাজের দ্বিতীয় শিকারে পরিণত হন মাত্র ১২ রান করেই। প্রোটিয়া বোলিংয়ের তীব্র আক্রমণের মুখে উইলিয়ামসন অর্ধশতক পেয়ে যান। তিনি ১৪৬ বলে ১১ চারে ৭৮ রানে অপরাজিত আছেন। নাইটওয়াচম্যান হিসেবে নেমে তাকে সঙ্গ দিচ্ছেন প্যাটেল। আর কোন বিপদ ঘটেনি। তবে আজ টেইলর ব্যাটিংয়ে ফিরতে না পারলে লড়াইটা বেশ কঠিনই হবে নিউজিল্যান্ডের জন্য। ৩ উইকেটে ১৭৭ রান আপাতদৃষ্টিতে ভাল জবাব মনে হলেও টেইলরের ইনজুরিটা মাথায় রাখতে হবে তাদের। এখনও ১৩১ রানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা তাই ভাল অবস্থানেই আছে। মহারাজ নিয়েছেন দুটি উইকেট। মূলত কিউই ব্যাটসম্যানদের চাপে রেখেছেন দুই পেসার ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেল। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস- প্রথম দিনশেষে ২২৯/৪; ৯০ ওভার (এলগার ১২৮*, প্লেসিস ৫২, বাভুমা ৩৮*) ও দ্বিতীয় দিন ৩০৮/১০; ১২২.৪ ওভার (এলগার ১৪০, বাভুমা ৬৪, ফিল্যান্ডার ২১; বোল্ট ৪/৬৪, ওয়াগনার ৩/৮৮, প্যাটেল ২/৮৫)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ১৭৭/৩; ৫৫ ওভার (উইলিয়ামসন ৭৮*, র‌্যাভাল ৫২, নিকোলস ১২, প্যাটেল ৯*; মহারাজ ২/৫৭, ফিল্যান্ডার ১/৩৭)। *দ্বিতীয়দিন শেষে।
×