ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী ১৪ মার্চ যাচ্ছেন লক্ষ্মীপুর

প্রকাশিত: ০৪:১২, ১০ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী ১৪ মার্চ যাচ্ছেন লক্ষ্মীপুর

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ মার্চ ॥ আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তৃতীয় বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী নবনির্মিত নয়তলাবিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, নবনির্মিত বহুতল আজিম শাহ পৌর আধুনিক সুপার মার্কেট উদ্বোধন, মজুচৌধুরী হাট নৌ-বন্দর ও মেডিক্যাল কলেজসহ বেশ ক’টি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়াও জেলাবাসীর দাবির মধ্যে রয়েছে, পাবলিক বিশ^বিদ্যালয়, অর্থনৈতিক জোন ঘোষণা, মৎস্য অবতরণ কেন্দ্র, লক্ষ্মীপুর-চৌমুহনী-ফেনী রেললাইন, রায়পুর-চৌমুহনী সড়ককে চার লেনে উন্নীতকরণ, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন, লক্ষ্মীপুর প্রেসক্লাব বহুতল ভবন নির্মাণ, লক্ষ্মীপুর-নোয়াখালী সেচ প্রকল্পের বাস্তবায়ন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসন প্রকল্প, চিকিৎসা ও আবাসন সুবিধাসহ প্রতিবন্ধী (শিশুদের) স্কুল, সবজি সংরক্ষণের জন্য অত্যাধুনিক কোল্ড স্টোরেজসহ আরও কয়েকটি প্রকল্প। মাগুরায় ২১ মার্চ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ মার্চ মাগুরা সফর করবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের নোমানী ময়দানে আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এম পি। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ব্যারিস্টার নওফেল চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের মেজর জেনারেল (অব) আব্দুল ওয়াহ্হাব এম পি, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
×