ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে পদ্মা অয়েল

প্রকাশিত: ০৪:০৪, ১০ মার্চ ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে পদ্মা অয়েল

গত ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, কোম্পানিটি ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যেসব শেয়ারহোল্ডার নগদ লভ্যাংশ পাননি, তাদের কোম্পানির শেয়ার অফিসে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েল ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার সিঙ্গার রেফ্রিজারেটর ৫০ শতাংশ বিদ্যুতসাশ্রয়ী স্বনামধন্য হোম এ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার বাজারে এনেছে জ৬০০ধ গ্যাস (রেফ্রিজারেন্ট) সমৃদ্ধ রেফ্রিজারেটর। জ৬০০ধ গ্যাসসমৃদ্ধ রেফ্রিজারেটর বিদ্যুতসাশ্রয়ী ও পরিবেশবান্ধব। সাধারণ ফ্রিজের তুলনায় জ৬০০ধ গ্যাসসমৃদ্ধ সিঙ্গার রেফ্রিজারেটর ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুত সাশ্রয় করে। সাধারণ গ্যাস/রেফ্রিজারেন্ট ব্যবহারের কারণে বিদ্যুত খরচ বেশি হয় এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর। তাই অদূর ভবিষ্যতে জ১৩৪ধ গ্যাস নিষিদ্ধ হতে যাচ্ছে। এছাড়া পরিবেশগত ঝুঁকি ও অত্যধিক বিদ্যুত ব্যবহারের কারণে অধিকাংশ উৎপাদক দেশই জ১৩৪ধ-এর উৎপাদন বন্ধ করে দিচ্ছে। ফলে জ৬০০ধ গ্যাস ব্যবহৃত হচ্ছে এমন রেফ্রিজারেটর ক্রয় না করলে পরবর্তীতে পুরনো ফ্রিজের সার্ভিসিং সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। -বিজ্ঞপ্তি
×