ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা চার কার্যদিবস সূচক বাড়ল পুঁজিবাজারে

প্রকাশিত: ০৪:০১, ১০ মার্চ ২০১৭

টানা চার কার্যদিবস সূচক বাড়ল পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা চার কার্যদিবস মূল্যসূচকের উত্থান হয়েছে। বৃৃহস্পতিবারের লেনদেনের মাধ্যমে এ টানা উত্থান অব্যাহত রয়েছে। তবে এর আগে টানা পাঁচ কার্যদিবস পতন হয়েছিল। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭২ পয়েন্টে। এর আগে গত বুধবার ২৭ পয়েন্ট, মঙ্গলবার ৩৪ পয়েন্ট ও সোমবার ১৬ পয়েন্ট বেড়েছিল। সেই হিসেবে চার কার্যদিবসে ৯৯ পয়েন্ট বেড়েছে। তবে এর আগে টানা পাঁচ কার্যদিবস পতনে ৬২ পয়েন্ট কমেছিল। মূল্যসূচক টানা বাড়লেও বৃহস্পতিবার ডিএসইতে আর্থিক লেনদেন কমেছে। এদিন প্রতিষ্ঠানটিতে ১ হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন যার পরিমাণ ছিল ১ হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৬ কোটি ৭৫ লাখ টাকার বা ৯ শতাংশ। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০ কোম্পানির মধ্যে ১৫৭টি বা ৪৭.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২২টি বা ৩৬.৯৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি বা ১৫.৪৫ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের ৩৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল। লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জিপিএইচ ইস্পাত, অগ্নি সিস্টেমস, এ্যাপোলো ইস্পাত, সিএমসি কামাল ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। ডিএসইতে দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ প্রগতি ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইনান্স, প্রিমিয়ার লিজিং, ফার কেমিক্যাল, বে-লিজিং, ফাস ফাইনান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, গ্রীন ডেল্টা ও জাহিন স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ রহিমা ফুড, এসিআই ফর্মূলেশন, বিআইএফসি, সামাতা লেদার, প্রগ্রেসিভ লাইফ, সিএমপিম মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ ও মডার্ন ডাইং। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬৫৩ পয়েন্টে। বাজারটিতে ৬৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩২, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। এর আগেরদিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ৫০ পয়েন্ট বেড়েছিল। আর ৮৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল, অগ্নি সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইনান্স ও প্যাসিফিক ডেনিম।
×