ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৯, ১০ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

বর্জ্য থেকে ভাসমান শহর নোংরা আবর্জনা বা বর্জ্য দেখতে অনেক খারাপ হলেও সেসব জিনিস থেকে বর্তমানে অনেক কিছু তৈরি হচ্ছে। এবার বর্জ্য থেকে তৈরি হবে ভাসমান শহর। মানুষের ফেলা প্লাস্টিক খেয়ে লাখ লাখ প্রাণীর মৃত্যু ঘটছে। এসব প্রাণীদের বাঁচাতে ও পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে ভাসমান শহর তৈরি হচ্ছে। সাগরের মাঝখানে এই ভাসমান শহর তৈরি করবে বেলজিয়াম। বেলজীয় স্থপতি ভিনসেন্ট ক্যালেবাউটের বর্জ্য দিয়ে ভাসমান শহর তৈরির নকশা ইতোমধ্যে সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। -বিজনেস স্নাইডার লিঙ্গ বৈষম্য দূর করতে... অস্ট্রেলিয়ার পথচারীদের ট্রাফিক লাইটগুলোতে পুরুষের বদলে নারীদের চিত্র দেখিয়ে লিঙ্গ বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে মেলবোর্ন পুলিশের পরিসংখ্যানে এটি উঠে এসেছে। শহরের ব্যস্ততম এলাকাগুলোর দশটিতেই নারীদের ছবি সংবলিত লাইটের উপস্থিতি জানিয়ে দেয় কিভাবে রাস্তা পারাপার হতে হবে। ধারণাটি মূলত সমতাভিত্তি থেকে নেয়া হয়েছে। লিঙ্গ সমতা ও পক্ষপাত থেকে মুক্ত করতে প্রতিনিয়ত পরিবর্তন আনা হচ্ছে। মেলবোর্নের মেয়র রবার্ট ডয়েল সাংবাদিকদের বলেন, লিঙ্গ বৈষম্য দূর করতে সবকিছুই করা হবে। বিষয়টি সাংকেতিক হলেও নারীদের জন্য কিছুটা জায়গা ছেড়ে দেয়া হয়েছে। Ñএএফপি আর্টিলারি ব্যাটারি যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের পরাজিত করতে জিহাদী গোষ্ঠীটির খিলাফতের রাজধানী রাকায় মেরিন কোর আর্টিলারি ব্যাটারি পাঠিয়েছে। বুধবার এক মার্কিন কর্মকর্তা এ কথা জানান। তিনি বলেন, ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট সিরিয়ার একটি আউটপোস্টে একটি শক্তিশালী ব্যাটারি মোতায়েন করেছে। মেরিন সেনারা রাকায় আইএসবিরোধী যুদ্ধে সহায়তায় অভিযান চালাতে প্রস্তুত। এটি সিরিয়ায় মার্কিন বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমানে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক যোদ্ধা রয়েছে। -ওয়াশিংটন পোস্ট
×