ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ২৬

প্রকাশিত: ০৩:৫৯, ১০ মার্চ ২০১৭

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ২৬

ইরাকের তিকরিত শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। তিকরিত থেকে ২০ কিলোমিটার দূরে হাজ্জাজ গ্রামে বুধবার বিয়ের অনুষ্ঠানে এই হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষ। অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার। নিরাপত্তাকর্মীরা ওই গ্রামে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। আশঙ্কা রয়েছে, আবারও কোন হামলা হতে পারে। এ জন্য ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে পর পর দুটি বিস্ফোরণ হয় এবং এর কিছু পরে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে আরও দুটি বোমা হামলা চালানো হয়। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের প্রায়ই সংঘর্ষ হচ্ছে। ২০১৫ সালের এপ্রিল মাসে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তিকরিত শহর পুনর্দখল করে ইরাকী বাহিনী। এই শহর দখল করে ইচ্ছেমতো নিপীড়ন শুরু করেছিল আইএস। গত বছর নবেম্বর মাসে তিকরিতে বোমা হামলা চালায় আইএস। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত তিকরিত শহরটি হাতছাড়া হওয়ায় প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে আইএস। জন্মভূমি থেকে চিঠি... চীনের পশ্চিমাঞ্চলীয় শ্যাংডন প্রদেশের নিনা (৯১) নিজ জন্মভূমি রাশিয়ার ভোলোগদা অবলাস্ত থেকে চিঠি ও উপহার সামগ্রী পেয়েছেন। নিজ জন্মভূমি ছেড়ে আসার ৮৪ বছর পর প্রথম চিঠি পাওয়ায় তিনি খুব আনন্দিত। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভাহেভো এলাকায় ১৯২৬ সালে নিনার জন্ম। তার বাবা ছিলেন চীনের হেবেই প্রদেশের একজন ব্যবসায়ী। সাতবছর বয়সে নিনা চীনে আসেন। তার মা একজন রাশিয়ান। -এএফপি হাসপাতালে ভুয়া ডাক্তার! ভারত থেকে আসা এক ভুয়া ডাক্তার অস্ট্রেলিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে হাসপাতালে কাজ করার পর পালিয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, শ্যাম আচার্য্য নামে এই ব্যক্তির বিরুদ্ধে অন্য একজন ভারতীয় ডাক্তারের পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার নথিপত্র চুরির অভিযোগ করা হয়েছে। আচার্য্য যে ভারতীয় ডাক্তারের পরিচয় ব্যবহার করেছেন তার নাম সারাঙ চিতালে। - বিবিসি
×