ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কর কমিশনার তাহের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ০৮:১৫, ৯ মার্চ ২০১৭

কর কমিশনার তাহের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ

কোর্ট রিপোর্টার ॥ রামপুরা থানায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৫ আসামির ফাঁসির দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় দেন। আসামিরা হলেনÑ নিহতের গাড়িচালক বরিশাল জেলার বানারিপাড়া থানার আশুরাই গ্রামের রুস্তম আলীর ছেলে নাসির, উজিরপুর থানার বৈরকাঠি গ্রামের জাকির তালুকদারের ছেলে রাসেল, রংপুর জেলার পীরগঞ্জ থানার হরিরামপুর সাহাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুস্তম, পিরোজপুর জেলার ঝালকাঠি গ্রামের মতিউর রহমানের ছেলে আমির হোসেন ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার ওজনচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল রানা। আসামিদের মধ্যে রুস্তম পলাতক আছেন। এছাড়াও আরও দুই আসামি মাসুদ মিয়া ও নূর আলমকে ১০ বছর করে কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১ বছর করে কারাদ- এবং মোছাঃ সেলিনা ও নূরজাহান নামে দুই গৃহকর্মীকে ২ বছর করে কারাদ- ও ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদ- দেয়া হয়েছে। ২০১৫ সালের ২ মার্চ রামপুরা থানাধীন ৩৪৭ টিভি রোডের বাসায় রাত ৩টার দিকে ডাকাতিকালে আবু তাহেরকে হত্যা করা হয়। ডাকাতির মূল পরিকল্পনাকারী নিহতের গাড়ির ড্রাইভার নাসির।
×