ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:০৬, ৯ মার্চ ২০১৭

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেন। বুধবার বিকেলে গাজীপুুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান দেন। দ-প্রাপ্তের নাম সাইফুল ইসলাম (৩৭)। সে ময়মনসিংহের পাগলা থানার পাইথল এলাকার মৃত মেহের আলীর ছেলে। টঙ্গীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে খুনের দায়ে দুজনের ফাঁসি ॥ টঙ্গীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে খুনের অভিযোগে দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দ-প্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার দুপুরে এ রায় দেন। এ সময় দ-প্রাপ্ত আবুল বাশার কাঠগড়ায় উপস্থিত ছিল। অপর আসামিরা পলাতক রয়েছে। দ-প্রাপ্তরা হলো, পটুয়াখালীর সিকেওয়া বুনিয়া গ্রামের নাসির হাওলাদারের ছেলে আবুল বাসার হাওলাদার, তিওকাটা গ্রামের আপ্তের আলী ঘরামী ওরফে আফতাবের ছেলে মোঃ হারুন ঘরামী ওরফে বাবুল।
×